দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপলের নতুন ক্যাম্পাসের জন্য প্রচুর গাছ কিনছে প্রতিষ্ঠানটি। এক কথায় বলা যায় এখানে তৈরি হয়েছে এক গাছের বাহার।
তবে এতে বিপত্তিতে পড়েছেন ক্যালিফোর্নিয়ার অন্যান্য গাছ ক্রেতারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এই এলাকায় অ্যাপল ক্যাম্পাসে গাছের জন্য নতুন ট্রানজিট সেন্টার নেওয়া হয়েছে। স্থাপত্যবিদরা ধারণা করছেন ৪৬৯টি গাছ আসবে ওই ট্রানজিট সেন্টার হতে।
স্যান ফ্রান্সিসকো ক্রনিক্যাল-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, নতুন এই ক্যাম্পাসে ৩ হাজার গাছ লাগবে অ্যাপলের। ট্রানজিট সেন্টারে অ্যাপলের চাহিদা মতো গাছ লাগানো হবে।
সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশের দিকে নজর দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। পরিবেশ দূষণ কমাতে ও আবহাওয়া ভালো করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিতে দেখা গেছে অ্যাপলকে। এবার নতুন ক্যাম্পাসকেও পরিবেশবান্ধব করছেন তারা।
এ বছরের এপ্রিলেই ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নবনির্মিত ক্যাম্পাসটি খোলা হবে। ১৭৫ একর জায়গা জুড়ে নির্মিত নতুন এই ক্যাম্পাসে প্রায় ১২ হাজারের অধিক কর্মীকে স্থানান্তর করতে ৬ মাসেরও বেশি সময় লেগে যাবে বলে জানানো হয়েছে।
দেখতে গোলাকার এই স্থাপনাকে অ্যাপল নাম দিয়েছে ‘অ্যাপল পার্ক’। তবে নির্মিত হওয়ার নির্ধারিত সময়ের তুলনায় কয়েক মাস পিছিয়ে রয়েছে এটি।