দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ধুন্ধুমার অ্যাকশন,গতি,চোখ ধাঁধানো ড্রাইভিং,বিপদজনক স্টান্ট এবং মনোমুগ্ধকর এনিমেশন সব মিলিয়ে মুভি দর্শকদের কাছে আবেদনময় এবং অসাধারণ মুভি হিসাবেই বক্স অফিসে ঝড় তুলেছে দি ফাস্ট এন্ড দি ফিউরিয়াস ৬। ক্রিটিক রাজা সেনের মতে ফাস্ট এন্ড ফিউরিয়াস,হৃদস্পন্দন থামিয়ে দেয়ার মত ছবি।
আজকাল হলিউডে ব্লকবাস্টার অ্যাকশন ছবির বিভিন্ন ক্যাটাগরীতে আছে মেন্ডেসের জেমস বন্ড মুভি বিশেষ করে স্কাইফল, খুবই নিখুঁত আর প্রানবন্ত, আছে মাইকেল বে এর কান ফাটানো বোমার শব্দ নিয়ে ছবি ট্রান্সফরমার। ক্রিস্টোফার নোলানের সাথে থাকছে ব্যাটম্যান যা দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ও বুদ্ধিদীপ্ত এবং সফল ছবি।
তবে ফাস্ট এন্ড ফিউরিয়াস সত্যিই এগুলো থেকে আলাদা। এই অ্যাকশন মুভিটির চিত্রনাট্য লিখেছেন ক্রিস মর্গান এবং পরিচালনায় ছিলেন জাস্টিন লিন। এটি ফাস্ট এন্ড ফিউরিয়াস সিরিজের ষষ্ঠ মুভি। মার্কিন কূটনৈতিক নিরাপত্তা সার্ভিস এজেন্ট হবস ( দ্য রক ) ল্যাটির (মিসেল রড্রিগেজ) প্রত্যক্ষ সহযোগিতায় ডমিনিক টরেটো (ভ্যান ডিজেল) ও ব্র্যান (পল ওয়াকার) কে নিয়ে টিম গঠন করে একদল ক্রিমিনাল মাস্টারমাইন্ডকে ঠেকাতে, যার বিনিময়ে ল্যাটি ফিরে পাবে তার পরিবার আর ডমিনিক, ব্র্যান পাবে পূর্বের সকল অপকর্মের পুরো ক্ষমা! এই দলের নেতৃত্বে ওয়েন শাহ ( লুইক এভানস)। তারা ১২ টি দেশের মধ্যে তাদের মার্সেনারি সংগঠনের অপরাধ কর্মকান্ড পরিচালনা করে থাকে। তারা পৃথিবীর দর্শনীয় স্থানগুলোতে হামলা করতে পারে এবং তাদের কাছে আছে ‘টেকনো বোমা’ যার বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট ঝড়ের সাহায্যে রাষ্ট্র যোগাযোগ বন্ধ করার ক্ষমতা আছে।
এরকম আকর্ষণীয় গল্প আর হাতে গোনা স্টান্টই নয় বরং ছবির শেষে আছে এনিমেশনের জাদুকরী দৃশ্য যা দর্শককে করবে মুগ্ধ। তবে এনিমেশন শুনে ভুল বুঝবেন না, এটি আসলেই হৃদস্পন্দন থামিয়ে দেবার যোগ্যতা রাখে ।
তবে যতই মনমাতানো হোক না কেন, পদার্থবিদ্যাকে তো আর রুপকথায় ফাঁকি দেয়া যায় না। ছবিতে মারদাঙ্গা ও প্রচুর গতি থাকলেও আসলে ঘর্ষন ও রেসিং বিষয়গুলো একটু বেশীই যেন এই ছবিতে। মুভির নায়ক হলেন অ্যাকশন তারকা ভ্যান ডিজেল, মাথার চুল না থাকার পরেও এ অভিনেতার অভিনয় ও জনপ্রিয়তা দেখলে আসলেই অবাক হবেন যে কেউ।
তবে যারা আসলেই ছবিবোদ্ধা তাদের কাছে এটি মনোরম বলে ছবি মনে নাও হতে পারে; বি গ্রেডের ছবি বলেও মনে হতে পারে। বেশ কিছু প্রযুক্তি ও গতির ব্যাপার ছাড়া এখানে তারা কিছুই খুঁজে পাবেন না। সাধারণ দর্শক যাদের পেটানো পেশীবহুল শরীর, অ্যাকশন, উঁচুমাপের থ্রেটিং ডায়লগ ও স্পোর্টস লাগে, তারা অবশ্যই দেখতে পারেন এ মুভি। যুগ বদলেছে, ল্যাটেক্স এর জামা পরা মানেই যেমন পাঙ্ক বা ভিলেন হন না, তেমনি সভ্যতা যেখানে পেশী শক্তির উপর বেশী নির্ভরশীল, সেখানে এই ছবি যে হিট করবেই, তাতে কোন সন্দেহই থাকা উচিত নয়।
এক নজরেঃ
চলচ্চিত্র: ফাস্ট এন্ড ফিউরিয়াস ৬
পরিচালনা: জাস্টিন লিন
প্রোডাকশন কোম্পানি:অরিজিনাল ফিল্ম
মুক্তির তারিখঃ ২৪ মে,২০১৩
অভিনয়ে: দ্য রক, ভ্যান ডিজেল, পল ওয়াকার , মিসেল রড্রিগেজ , লিউক ইভানস প্রমুখ
আইএমডিবি রেটিং: ৭.৮/১০
তথ্যসূত্রঃ রেডিফ.কম
This post was last modified on মে ২৬, ২০১৩ 11:46 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ঃসন্ধিকাল ও ‘নিষিদ্ধ’ প্রেমের গল্প সিনেমাটি হিমালয়ের কোলে এক শৈলশহরের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…