দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার মাস্টার সেফ প্রতিযোগিতায় সেরা ২০ এর মধ্যে উঠে এসেছেন বাংলাদেশী রাশেদুল হাসান।
বাংলাদেশী রাশেদুল হাসান মাস্টারসেফ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার সেরা ২০ খেলোয়াড়ের মধ্যে সুযোগ পেয়েছেন। মাস্টারসেফ অস্ট্রেলিয়ার সিজেন ৯ এর এই অনুষ্ঠানটি দেখানো হয় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন। মাস্টারহেস্ট অস্ট্রেলিয়া রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে পাঁচ রাত্রি এই অনুষ্ঠানটি দেখানো হয়।
ওই অনুষ্ঠানে বাংলাদেশী রাশেদুল হাসান মাস্টার্সের অস্ট্রেলিয়ার সিজনের 9 ফাইনালে শীর্ষ ২০ এর মধ্যে চূড়ান্ত ফাইনালে উঠেছেন।
রাশেদুল গত সোমবার সন্ধ্যায় নেটওয়ার্ক টেন এ সম্প্রচারিত নতুন সিজনের প্রথম পর্বের বিচারকদের “স্মোক্ড ভ্যানিলা আইসক্রিমের একটি আইটেম রান্না করেন।
মাস্টার সেফ অস্ট্রেলিয়ার প্রথম রাউন্ডগুলি অস্ট্রেলিয়া জুড়ে বিপুল সংখ্যক প্রতিযোগিদের মধ্যে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। তিনি তিনজন বিচারকের সামনে একটি স্বতন্ত্রভাবে ডিশ উপস্থাপন করেন।