দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন সময় পরীক্ষার খাতায় পাস করিয়ে দেওয়ার জন্য নানা ধরনের আর্জি করে থাকেন পরীক্ষার্থীরা। তবে এবার একটু ব্যতিক্রমি আর্জি ছিলো এক শিক্ষার্থীর। তার আর্জি ছিলো, ‘আমার বিয়ে, পাস মার্ক দিয়েন স্যার’।
বিভিন্ন সময় নানা ধরনের আর্জি থাকে পরীক্ষার খাতায়। বিশেষ করে যাদের পড়ালেখায় মন থাকে না, অথচ পাস না করলে নানা সমস্যায় নিপিতিত হবেন। তারা নানাভাবে প্রচেষ্টা চালান। তাই কেউ লেখেন চাকরি না পাওয়ার আশংকার কথা, আবার কেও ভয় পান পরিবারের মারধরের কথা। তাই খাতায় আর্জি করেন পাস করিয়ে দেওয়ার জন্য।
শুধু তাই নয়, কেও আবার পরীক্ষার খাতার সঙ্গে পরীক্ষককে খুশি করতে ৫০-১০০ টাকার নোট লাগিয়েও দেন। তবে এবার পরীক্ষার খাতায় পাওয়া গেছে একটু ভিন্নধরনের আর্জি। এবারের আর্জিতে বিয়ের জন্য পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আর্জি করা হয়েছে।
মজার এবং অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ বোর্ডের সাম্প্রতিক এক পরীক্ষার খাতায়।
এক ছাত্রী তার পরীক্ষায় খাতায় লিখেছেন, ‘স্যার ম্যায় এক লাড়কি হুঁ! মেরি শাদি ২৮ জুন কো হ্যায়, মুঝে পাস কর দেন! নেহি তো ঘরওয়ালে গুসসে মে রেহেঙ্গে’!
তবে ওই ছাত্রীর এই আর্জি যে কাজে আসছে না, তা লখনৌ এর জেলা স্কুল পরিদর্শক মহেশকুমার সিংহের কথায় অন্তত তাই মনে হয়েছে।
লখনৌ এর জেলা স্কুল পরিদর্শক মহেশকুমার সিংহ বলেছেন, ‘এই ধরনের ছল চাতুরিতে কোনো কাজের কাজ হয় না। শিক্ষকরা পেশাদার, তাদের কাজই খুঁটিয়ে পরীক্ষার খাতা দেখা। আমরা এই ধরনের কাজকে কখনও উৎসাহ দিই না।’
This post was last modified on এপ্রিল ১১, ২০১৮ 9:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…