দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজ করার সময় অসাবধানতার কারণে অনেক সময় আপনার হাত আগুনে পুড়ে যেতে পারে। তবে এমন মুহূর্তে আপনি ভীত হয়ে কি করতে হবে তা ভুলে যান। আগুনে পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয় জেনে নিন।
বিপদ কখনও কাওকে বলে কয়ে আসে না। হঠাৎ করেই আসতে পারে যে কোনে রকম বিপদ। সেই বিপদ যদি হয় আগুনে পুড়ে যাওয়া। তবে পুড়ে গেলেই পেস্ট, ডিমের সাদা অংশ, মাখন ইত্যাদি লাগাতে হয় সেটি আমাদের অনেকের জানা। কিন্তু এগুলো খুবই ক্ষতিকর। তাহলে কী করতে হবে? পুড়ে গেলে কী করা উচিত আসুন সেটি আজ জেনে নিই।
কী ধরণের পোড়া তার উপর নির্ভর করছে অনেকটা
যে কোনো পোড়াই হোক না কেনো প্রথমে দেখতে হবে পোড়া কি ধরনের। পোড়াকে ৩টি ভাগে ভাগ করা যায়। যেমন ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি বার্ন। সুপারফিসিয়াল বার্ন বা ফার্স্ট ডিগ্রি বার্ন ত্বকের একেবারেই ওপরের অংশেই হয়ে থাকে। এক্ষেত্রে তেমন কোনো ফোসকা পড়ে না। তবে ত্বক লালচে আকার ধারণ করতে পারে। এটি বেশ ব্যথাযুক্ত থাকে। ৫ হতে ১০ দিনের মধ্যেই পুরোপুরি ভালো হয়ে যায় এ ধরনের পোড়া।
সেকেন্ড ডিগ্রি বার্ন ত্বকের আরও ভেতরে পর্যন্ত যায়। এই ধরনের পোড়ায় ফোসকা পড়ে যায়। এই ধরনের পোড়ায় ব্যথা থাকে খুব বেশি। তবে দুই-তিন সপ্তাহের মধ্যে সেরে যায়।
থার্ড ডিগ্রি বার্ন হলো সবচেয়ে মারাত্মক পোড়া। এতে দেহের ভেতরের অংশ আক্রান্ত হতে পারে। এই ধরনের পোড়ায় যদিও ব্যথা থাকে না। তার মানে এটি ভালো নয়। দেহের স্নায়ু পুড়ে যায় বলেই ব্যথা অনুভব হয় না।
কতটা পুড়লো সেটি দেখুন
পুড়ে গেলে প্রথমেই দেখতে হবে আপনার কী পরিমাণ জায়গা পুড়ে গেছে। যদি পুড়ে যাওয়ার পরিমাণ খুব বেশি হয় তাহলে দেরি না করে অবশ্যই হাসপাতালে যেতে হবে।
পুড়লো কীসে সেটি দেখতে হবে
কোনো রাসায়নিক পদার্থ কিংবা গরম তেল দিয়ে পুড়লে সেটি নিশ্চিত হতে হবে যে, সেটি আর শরীরে লেগে নেই। গায়ের কাপড় এবং কোনো অলঙ্কারে যদি তা লেগে থাকে তবে অতি দ্রুত তা সরাতে হবে।
বরফ লাগানো নিষেধ
স্বাভাবিক তাপমাত্রার পানির ধারায় পোড়া অংশ ১৫-২০ মিনিট ধরে রাখুন অর্থাৎ কলের নিচে রাখতে হবে। এতে জ্বালা ও ব্যথা অনেকটা প্রশমিত হবে। তা যদি সম্ভব না হয় তবে পোড়া অংশ শীতল পানি দিয়ে ঢেকে দিন। তবে সরাসরি ত্বকে বরফ লাগবেন না। পোড়ার খুব অল্প সময়ের মধ্যে পোড়া অংশে বরফ দিলে শরীরের ওই অংশ শুকিয়ে যেতে পারে, তাই তাৎক্ষণিকভাবে বরফ লাগাতে নিষেধ করা হয়েছে।
সাবধানতা অবলম্বন করুন
অনেকে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ক্রিম, ডিমের সাদা অংশ, পেস্ট বা গ্রামের মানুষ গোবরও লাগায়। এগুলো মারাত্মক হতে পারে। ক্রিম, পেস্ট, ডিমের সাদা অংশ তাপ আরও বেশি করে ধরে রাখে। যে কারণে ত্বক আরও বেশি পরিমাণে পুড়তে থাকে। গোবরে থাকে খারাপ ধরনের ব্যাকটেরিয়া। এগুলোর ইনফেকশন ঘটাতে পারে। তাই পুড়লে এগুলো লাগানো থেকে বিরত থাকুন।
জরুরি আরও কয়েকটি বিষয় জেনে নিন
হঠাৎ করে পুড়ে গেলে পুড়ে যাওয়া অংশে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাতে হবে। প্রয়োজন হলে সুপ্রাটুলি নিয়ে ড্রেসিং করতে হবে। পরে এর ওপর অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগান। সে কারণে পুড়ে যাওয়া ত্বকে ইনফেকশন হবে না। এটি একইসঙ্গে ব্যান্ডেজের কাজও করবে।
যদি পুড়ে যাওয়ার পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে। ব্যথা কমার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। এতে না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।