দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে রেমিটেন্স পাঠাতে এখন থেকে প্রবাসীদের আর কোনো খরচ দিতে হবে না।
ইকোনমিক রিপোটার্স ফোরামের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী অর্থবছর হতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর কোনো চার্জ কাটা হবে না। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’ গত শনিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনাকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থনীতির সব সূচকই মোটামুটি ইতিবাচক ধারায় রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, ‘সম্প্রতি রেমিট্যান্স প্রবাহে কিছুটা ভাটা পড়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত সরকার। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আগামী অর্থবছর হতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কোনো চার্জ না কাটতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে, এখন হতে রেমিটেন্সের ওপর চার্জ আর করবেন না, আই থিংক উই উইল ডু ইট। প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা এটা করবো। প্রবাসীদের টাকা পাঠানোর জন্য আর পয়সা দিতে হবে না।’
মধ্যপ্রাচ্যের মন্দাভাবকে রেমিট্যান্স ভাটার মূল কারণ হিসেবে উল্লেখ করে আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের প্রবাসীদের আয় কিছুটা কমবে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে কিছুটা মন্দাভাব চলছে। আবার বেতনও কিছু কমানো হয়েছে। আরেকটা কারণ হলো, প্রবাসীরা আগের মতো তাদের সব টাকা পাঠিয়ে দিচ্ছেন না। তাদের হাতে তারা কিছু টাকা রাখছেন।’