দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২০ মে ২০১৭ খৃস্টাব্দ, ৬ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৩ সাবান ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন সেটি আমাদের দেশের মৌসুমী ফল লিচু। ইতিমধ্যেই লিচু উঠা শুরু হয়েছে। তবে আরও দু’এক সপ্তাহ পর পুরোপুরিভাবে লিচু পাওয়া যাবে।
আমাদের দেশের মৌসুমী ফলের মধ্যে লিচু একটি অন্যতম ফল। বিশেষ করে ছোটদের খুব পছন্দ এই লিচু। তাই এই ফলের সময় শিশুদের আনন্দের যেনো শেষ থাকে না। এখনও বাজারে উঠতে শুরু করেছে লিচু। তবে কদিন পর পুরোপুরিভাবে বাজারে পাওয়া যাবে লিচু। দিনাজপুর, রাজশাহী ও ঈশ্বরদীর লিচু সবচেয়ে ভালো। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।