দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওনি নতুন একটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। নতুন এই স্মার্টফোনটি মডেল জিওনি এ১ লাইট। এটি এ১ এর উন্নত সংস্করণ। ফোনটির বিশেষত্ব হলো এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে ২০ মেগাপিক্সেলের!
জিওনি’র নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৫.৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ৭২০x১২৮০ পিক্সেল। এই সেটটিতে মিডিয়াটেক এমটি৬৭৫৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম থাকছে ৩ জিবি।
জিওনির নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবির বিল্টইন মেমোরি। এর রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেল রাখা হয়েছে। এই স্মার্টফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে রয়েছে ফিঙ্গারুপ্রিন্ট সেন্সরও।
জিওনি’র নতুন আকর্ষণীয় এই স্মার্টফোনটি লাল, কালো ও সোনালি রঙে পাওয়া যাবে বলে জানা গেছে।