The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

তাহসানের মিউজিক ভিডিও ‘অপ্রাপ্তি’ বেশ সাড়া ফেলেছে [ভিডিও]

এই ভিডিওটি নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলোচিত নির্মাতা ভিকি জায়েদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের নতুন মিউজিক ভিডিও ‘অপ্রাপ্তি’ চাঁদরাতে মুক্তি পেয়েছে। মেহেদী হাসান লিমনের কথায় এবং নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

তাহসানের মিউজিক ভিডিও ‘অপ্রাপ্তি’ বেশ সাড়া ফেলেছে [ভিডিও] 1

গানের ভিডিওতে তাহসানের সঙ্গে গানটির মডেল হয়েছেন এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী আশা। অভিনেতা তৌফিক আহমেদকেও ভিডিওতে দেখা যায়।

এই ভিডিওটি নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের আলোচিত নির্মাতা ভিকি জায়েদ। এই ভিডিওটি প্রযোজনা করেছে মোশনরক এন্টারটেইনমেন্ট।

এই মিউজিক ভিডিও প্রসঙ্গে তাহসান জানান, মিউজিক ভিডিওতে সুন্দর একটা গল্প রয়েছে। গল্পের প্রয়োজনে তাকে বক্সিং অনুশীলনও করতে হয়েছে। তাকে ভিজতে হয়েছে বৃষ্টিতে।

পরিচালক ভিকি জায়েদ বলেছেন, ‘মিউজিক ভিডিওর গল্পটি মূলত দু’জন গ্যাংস্টারকে ঘিরে নির্মিত হয়েছে। একজন তাহসান খান, অপরজন তৌফিক আহমেদ। তাহসানের বিপরীতে আজমেরী আশাও দারুণ পারফর্ম করেছেন।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়। মিউজিক ভিডিওটির জন্য আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছিলাম। আশা করছি, ভিডিও দেখলে সবার ভিন্ন রকম অনুভূতি হবে। খুব ভালোও লাগবে।’

মিউজিক ভিডিওটি চাঁদরাতে (২৫ জুন) দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ও অডিও গানটি এক্সক্লুসিভলি জিপি মিউজিক অ্যাপ-এ মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই এই মিউজিক ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে।

দেখুন মিউজিক ভিডিওটি
https://www.youtube.com/watch?v=kRvn-T7wmpw

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...