দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বাসায় বোমা হামলা হয়েছে। আজ ভোরে তার বাসা লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছুঁড়ে মারা হয় এবং তিনটি বোমাই বিস্ফোরিত হয়।
বাংলাদেশ নিউজ২৪ খবরে বলা হয়েছে, বোমাগুলো তার বাসার দেয়ালে লেগে বিকট শব্দে তা বিস্ফোরিত হলেও এতে কেও হতাহত হয়নি। তবে বোমাগুলো অতটা শক্তিশালী নয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ৩৭ ইস্কাটনের বাসায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হাসান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা থেকে বোমা তিনটি ছুড়ে মেরে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বূত্তরা । সীমানা প্রাচীরের মধ্যে পড়ে সেগুলো বিস্ফোরিত হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, সরকারি সফরে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ব্রাসেলসের উদ্দেশ্য সকালে ঢাকা ছাড়েন। দীপু মনির সরকারি বাসভবনে তাঁর স্বামী বিখ্যাত বাঁশিবাদক তৌফিক নেওয়াজ ও অন্যান্য কর্মচারীরা থাকতেন।