দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অপরিচিত ব্যক্তিদের সাথে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে তোলা একটি বড়ো গুণ। তবে সবার মাঝে এই গুণটি সমানভাবে থাকে না। আপনি কতোটা সামাজিক তা মূলত আপনার এই গুণটির উপর নির্ভর করছে। পড়ুন বিস্তারিত-
আপনার পেশাগত জীবনের উন্নতিও বিষয়টির উপর অনেকাংশে নির্ভরশীল। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আপনি অপরিচিত ব্যক্তিদের সাথে মিশতে পারেন সহজেই।
কথা বলার চর্চা
একজন অপরিচিত ব্যক্তির সাথে প্রথম পরিচয় করার ব্যাপারটি অনেকের কাছে খুব কঠিন মনে হয়। আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে ঠিক কিভাবে আপনি কথা বলা শুরু করবেন তা নিজে নিজে চর্চা করার চেষ্টা করতে হবে। আগে থেকে প্রস্তুত থাকলে যে কোনো ব্যক্তির সাথে পরিচিত হওয়ার ব্যাপারটি অনেকটা সহজ হয়ে আসে।
সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন
নিজের উদ্যোগে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। ভয় পেয়ে এ ধরনের অনুষ্ঠান থেকে পিছিয়ে আসলে মানুষের সাথে কথা বলার জড়তা আপনার কখনোই কাটবে না। তাই এ ধরনের অনুষ্ঠানে অচেনা ব্যক্তিদের সাথে কথা বলার চ্যালেঞ্জ নিন।
বেশি দুশ্চিন্তা না করা
অপরিচিত ব্যক্তিদের সাথে কিভাবে মিশবেন তা নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তা করবেন না। বেশি চিন্তা করলে আপনি আরও বেশি ঘাবড়ে যেতে পারেন। তাই স্বাভাবিক থাকার চেষ্টা করুন এবং পরিচিত হওয়ার সময় কোনো ভুল গেলেও ঘাবড়ে না গিয়ে সামলে নেবার চেষ্টা করুন।
বন্ধুদের সাহায্য নিন
একা একা সমস্যাটির সমাধান না করতে পারলে আপনি বন্ধুদের সাহায্য নিতে পারেন। আপনার যেসব বন্ধুর মানুষের সাথে মেশার স্বভাবজাত ক্ষমতা রয়েছে তাদেরকে আপনার সমস্যা সম্পর্কে খুলে বলুন। তাদের সাথে নিয়মিত কথা বলার চর্চা করলে আপনি সমস্যাটি কাটিয়ে উঠতে পারবেন।