দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনি ডেপ! ক্যাপ্টেন জ্যাক স্প্যারোসহ নানা ধরনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের হৃদয় জিতে নেওয়া এক অসাধারণ অভিনেতা। তার জীবনের অজানা দিক সম্পর্কে আজ দেওয়া হল কিছু তথ্য।
- রক স্টার হওয়ার ইচ্ছা থাকার কারণে ডেপ অল্প বয়সে স্কুলে যাওয়া ছেড়ে দেন।
- তার এক শিক্ষক এই সিদ্ধান্ত নিতে তাকে উদ্বুদ্ধ করেছিল।
- বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়ের অভিনেতা হলেও তিনি অস্কার জেতেননি।
- ডেপ যেখানেই যান না কেনো তার কাছে জ্যাক স্প্যারোর পোশাক থাকে।
- বিখ্যাত হবার পূর্বে একটা সময় ডেপ কলম বিক্রী করতেন।
- এক সময় ব্যান্ডদলের গিটারিস্ট ছিলেন তিনি।
- বাহামায় একটি সম্পূর্ণ দ্বীপের মালিক ডেপ।
- ডেপের সারা শরীরে মোট ১৩টি ট্যাটু আছে।
- হোটেল রুমের ক্ষতি করা ও তর্কাতর্কি করার কারণে তাকে দুই বার জেলে যেতে হয়েছে।