দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (রবিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তবে গত কয়েক বছরের মতো এবারও কোনো শিক্ষা বোর্ড হত ফলাফলের হার্ডকপি সরবারহ করা হবে না। অনলাইনের মাধ্যমে অথবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে হবে।
জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইলে কেন্দ্র এবং প্রতিষ্ঠানের ফলাফলের সফট কপি সরবারহ করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রয়োজনে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলের হার্ডকপি সংগ্রহ করতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের ইআইআইএন ব্যবহার করে ফলাফলের কপি ডাউনলোড করে নিতে পারবে।
মোবাইল থেকে যেভাবে নিবেন
যে কোনো মোবাইল থেকেও এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল জানতে পারবেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
সেজন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
আলিমের ফলাফল পেতে হলে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে তারপর আবার স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল চলে আসবে।
অপরদিকে এইচএসসি ভোকেশনালের ফলাফল জানতে হলে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষায় করণীয়
ফল পুনঃনিরীক্ষায় করণীয় বিষয় হলো রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক হতে আগামী ২৪ হতে ৩০ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে হবে।
পুনঃনিরীক্ষণের আবেদন করতে হলে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর-PIN) দেওয়া হবে।
আপনি আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে আবার স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে তারপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা যাবে।
যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি দিতে হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ ক্লিক করুন