দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হায়েনা! এমন এক পশু যার নাম শুনলেই শিউরে ওঠে শরীর। কিন্তু ইথিওপিয়ার জায়ারে রয়েছে এমন কয়েকজন ব্যক্তি যারা হায়েনাকে ভয় পাওয়াতো দূরে থাক, পরম যত্নে তাদের কাছে টেনে নিয়ে খেতে দেয় প্রতিদিন।
দীর্ঘ সময় ধরেই এই অঞ্চলে বন্য হায়েনাদের প্রতিপালন করা হয়ে আসছে। আর যারা এই কাজের সাথে জড়িত তাদেরই বলা হয় ‘হায়েনা ম্যান’। প্রচন্ড সাহসী এই হায়েনা ম্যানরা অবলীলায় হাতে করে খাবার দেয় হায়েনার দলকে। আশ্চর্যজনক ব্যাপার হল, সাধারণ অবস্থায় হিংস্র হলেও এই হায়েনাগুলি হায়েনা ম্যানদের আক্রমণ করে না।
এইভাবে হায়েনাদের পালন করার পিছনে অবশ্য একটি উদ্দেশ্য রয়েছে। এ অঞ্চলের মানুষের বিশ্বাস, হায়েনাগুলি এসে বিভিন্ন আবর্জনা খেয়ে তাদের এলাকা পরিষ্কার রাখে।
আব্বাস ইউসুফ এমনই একজন হায়েনা ম্যান। তিনি জানান, তার বাবার কাছ থেকে তিনি এই কাজটি শিখেছেন। দীর্ঘ সময় ধরে হায়েনার সাথে থাকলেও কখনো কোনো হায়েনা তার কোনো ক্ষতি করেনি।
তথ্যসূত্র: www.odditycentral.com