The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার হিমাঙ্কের নীচে অ্যান্টার্কটিকায় বিয়ে!

এটি ছিল অ্যান্টার্কটিকার অ্যাডিলেইড দ্বীপে অনুষ্ঠিত হওয়া প্রথম বিয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিবাহের দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেক জুটিই আজকাল বিবাহের জন্য বেছে নিচ্ছে অদ্ভুত সব স্থান। এবার অ্যান্টর্কটিকায় হিমাঙ্কের নীচের তাপমাত্রায় বিবাহ বন্ধনে আবদ্ধ হল এক ব্রিটিশ জুটি।

ব্রিটিশ নাগরিক টম সিলভেস্টার ও জুলি বাউম দুর্গম এই পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুই দিন ব্যাপী তাদের বিয়ের অনুস্ঠানে উপস্থিত ছিল শুধু তাদের ১৮ জন সহকর্মী। এটি ছিল অ্যান্টার্কটিকার অ্যাডিলেইড দ্বীপে অনুষ্ঠিত হওয়া প্রথম বিয়ে।

৩৪ বছর বয়সী বাউম বলেন, “গত ১০ বছর ধরে আমি আর টম পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং কাজ করেছি। এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আমি বরফে ঢাকা পাহাড় এবং এই জায়গায় থাকা মানুষদের সাথে সময় কাটাতে ভালোবাসি”

তথ্যসূত্র: www.ndtv.com/offbeat

Loading...