দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রিন্সেস ডায়ানা মাঝে-মধ্যেই উঠে আসেন সংবাদ মাধ্যমের শিরোনামে। এবার তিনি বিশ্ব মিডিয়ায় উঠে এসেছেন তার শেষ ফোনালাপ নিয়ে। যে ফোনালাপ নিয়ে তার ছেলেরা এখনও ‘অনুতাপ’ করেন!
বিশ্ব মিডিয়ায় মাঝে-মধ্যেই ডায়ানার বিষয়গুলো উঠে আসে। এবার উঠে এসেছে, তবে এবারের বিষয়টি একটু ভিন্ন। প্রিন্সেস ডায়ানার সঙ্গে শেষ ফোনালাপ নিয়ে ‘অনুতাপ’ প্রকাশ করেছেন তারই দুই ছেলে প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়াম। মৃত্যুর আগে ১৯৯৭ সালের ৩১ আগস্ট মায়ের ফোন কলটি খুব তাড়াতাড়ি রেখে দিয়েছিলেন তারা। সেজন তারা এখনও ‘অনুতাপ’ করেন।
প্রিন্সেস ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইটিভি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে। ওই প্রামাণ্যচিত্রে মাকে নিয়ে অনেক কথা বলেছেন উইলিয়াম এবং হ্যারি। ওই সময় প্রিন্স উইলিয়ামের বয়স ছিল মাত্র ১৫ বছর এবং হ্যারির বয়স ছিল মাত্র ১২।
ওই প্রামাণ্যচিত্রে কথা বলতে গিয়ে প্রিন্স হ্যারি বলেছেন, ‘সেদিন এতো তাড়াতাড়ি ফোনটি রেখে দিয়েছিলাম যে, তা মনে করে সারাজীবন আমাকে আফসোস করতে হবে।’
প্রিন্স উইলিয়াম ও হ্যারি সেদিন ছিলেন স্কটল্যান্ডে রানীর বাড়ি বালমোরালে। সে সময় তারা চাচাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত ছিলেন।
উইলিয়াম বলেছেন, ‘ হ্যারি ও আমি ফোন রাখার জন্য খুবই ব্যস্ত ছিলাম ও খুব তাড়াতাড়ি ‘বিদায়, পরে দেখা হবে’ বলে ফোনটি রেখে দিলাম…. আমি যদি সত্যিই জানতাম এরপর কী ঘটতে চলেছে, তাহলে ওভাবে ফোনটা রেখে দিতাম না।’
উইলিয়াম এবং হ্যারি বলেছেন যে, তাদের মা তাদের যেমন ‘দুষ্টুমি’ করতে উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমনি কিভাবে ভালো মানুষ হওয়া যায় সেই শিক্ষাও দিয়েছেন।
প্রিন্স হ্যারি বলেছেন যে, তার মা ছিলেন ‘প্রকৃতপক্ষে একজন শিশু’, যিনি রাজপ্রাসাদের বাইরের বাস্তব জীবন সম্পর্কেও অনেক কিছু জানতেন।
উল্লেখ্য, ডায়ানা ও তার ছেলেদের যেসব ছবি ইতিপূর্বে কখনও প্রকাশ হয়নি তা এই প্রামাণ্যচিত্রে প্রকাশ করা হবে সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।