The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ফেসবুক টিভি আসছে এ মাসেই [ভিডিও]

‘ফেসবুক টিভি’ নামের এই সেবা কাজে লাগিয়ে টেলিভিশনের আদলে অনলাইন বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক আগেই ঘোষণা দিয়েছিল টিভির বিষয়টি। এবার শোনা যাচ্ছে তাদের ঘোষণার বাস্তবায়ন হতে চলেছে। ফেসবুক টিভি আসছে এ মাসেই।

ফেসবুক টিভি আসছে এ মাসেই [ভিডিও] 1

বন্ধুদের কথার বিনিময় করা, তথ্য ও ভিডিও দেখার পাশাপাশি নিজেদের তৈরি বিভিন্ন অনুষ্ঠান প্রচার করতে ভিডিও স্ট্রিমিংভিত্তিক টিভি সেবা চালু করতে চলেছে ফেইসবুক।

জানা গেছে, ‘ফেসবুক টিভি’ নামের এই সেবা কাজে লাগিয়ে টেলিভিশনের আদলে অনলাইন বিভিন্ন অনুষ্ঠান দেখার সুযোগ মিলবে গ্রাহকদের। স্বল্পদৈর্ঘ্যের এসব অনুষ্ঠানের দৈর্ঘ্য হবে ৫ হতে ৩০ মিনিটের মধ্যে। ইতিমধ্যে গ্রুপ নাইন মিডিয়া, বাজফিড, এটিটিএন এবং ভক্সমিডিয়াসহ বেশ কিছু ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান ফেসবুক টিভির জন্য বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও তৈরির কাজ শেষ করে ফেলেছে।

ঠিক কি ধরনের অনুষ্ঠান দেখানো হবে ফেসবুক টিভিতে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি এখনও। এই সেবাটি পরিচালনার জন্য ইতিমধ্যে বেশ কিছু টেলিভিশন চ্যানেলের কর্মী নিয়োগ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সব কিছু ঠিক-ঠাক থাকলে এ মাসের অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময় ফেসবুক টেলিভিশনের অনুষ্ঠানগুলো দেখা যাবে।

আরও বিস্তারিত জানতে দেখুন ভিডিও

Loading...