The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

টম হ্যাঙ্কস সম্পর্কে কিছু অজানা তথ্য

তাঁর অভিনয় করা ছবিগুলি বিশ্বব্যাপী আয় করেছে ৮.৫ বিলিয়ন ডলার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনি বিশেষ সুদর্শন নন, চোখ ধাঁধানো গ্ল্যামার নেই তার। কিন্তু শুধু অসাধারণ অভিনয় দিয়েই  তিনি জিতে নিয়েছেন হলিউড। একের পর পর বিখ্যাত সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। সেই টম হ্যাঙ্কসকে নিয়ে আজ দেওয়া হলো বিশেষ কিছু তথ্য।

 • পরপর দুই বছর অস্কার জেতা দুই জন অভিনেতার মধ্যে হ্যাঙ্কস একজন। তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে অস্কার জিতেছিলেন।
 • বাল্যকালে এক পর্যায়ে তিনি পপকর্ন ও বাদাম বিক্রি করতেন।
 • টাইপ রাইটার সংগ্রহ করা টমের একটি বিশেষ শখ। এ পর্যন্ত তিনি বিশ্বের বহু দেশ থেকে প্রায় ৮০টি টাইপ রাইটার সংগ্রহ করেছেন।
 • এ লিগ অফ দেয়ার ওউন সিনেমার জন্য তিনি শরীরের ওজন ৩০ পাউন্ড বৃদ্ধি করেছিলেন।
 • টমের বয়স যখন মাত্র ৪ তখন তার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়।
 • ২০১৩ সালে টম ঘোষণা দেন যে তিনি টাইপ ২ ডায়বেটিসে আক্রান্ত।
 • টম হ্যাঙ্কস সম্পর্কে কিছু অজানা তথ্য 1

 • টম হ্যাঙ্কস রাজনীতির সাথে জড়িত। অনেক ডেমোক্র্যাটিক প্রার্থীর জন্য তিনি আর্থিক সাহায্য দিয়েছেন। ২০০৮ সালে তিনি সরাসরি বারাক ওমাবাকে সমর্থন জানিয়েছিলেন।
 • তাঁর অভিনয় করা ছবিগুলি বিশ্বব্যাপী আয় করেছে ৮.৫ বিলিয়ন ডলার।
 • অভিনয় করার পূর্বে একটা সময় তিনি হোটেলে ব্যাগ টানার কাজ করতেন।
 • টম হ্যাঙ্কস শুধু সফল অভিনেতাই নন, তিনি প্রযোজক হিসেবেও অত্যন্ত সফল। এ পর্যন্ত তিনি ২০টিরও বেশি সিনেমা প্রযোজনা করেছেন।
 • টম হ্যাঙ্কস সম্পর্কে কিছু অজানা তথ্য 2

 • টমের বিশেষ ইচ্ছা ছিল নভোচারী হওয়ার।
 • তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব অ্যাস্টোন ভিলার খুব বড়ো ভক্ত।
 • তাঁর নাম অনুসারে একটি গ্রহাণুর নামকরণ করা হয়েছে।
 • দু’বার অস্কারজয়ী টম হ্যাঙ্কস অভিনেত্রী নাটালি পোর্টম্যান-এর সঙ্গে জিতেন হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডস (নভেম্বর ২০১৬)।
 • Loading...