দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবী থেকে আট হাজার আলোকবর্ষ দূরের একটি নক্ষত্র বিস্ফোরিত হয়ে প্রাণঘাতী ‘গামা রশ্মি’ পৃথিবীর ক্ষতি করতে পারে বলে জ্যোতির্বিদরা আশঙ্কা করছেন।
বিজ্ঞানীরা বলেন, ওই গামা রশ্মি পৃথিবীকে আঘাত করতে পারে এবং এর ফলে বায়ুমণ্ডলের ওজোনস্তরের একটি অংশ ধ্বংস হয়ে যেতে পারে। ‘ওলফ-রায়েট ডব্লিউআর ১০৪’ নামের ওই নক্ষত্র যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানী গ্রান্ট হিল যুক্তরাষ্ট্রের ফোর্বস সাময়িকীকে জানান, আগামী পাঁচ লাখ বছরের মধ্যে যে কোনো দিন ওই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, বিস্ফোরণ হলে গামা রশ্মি ও অপটিক্যাল ফোটন (আলো) একযোগে পৃথিবীর দিকে আসতে পারে। ইউনিভার্সিটি অব সিডনির জ্যোতির্বিজ্ঞানী পিটার টুথিল ১৯৯৮ সালে ওই নক্ষত্রের সন্ধান পান। গ্রান্ট হিল জানান, পৃথিবীতে আঘাত হানার বিষয়টি নির্ভর করবে নক্ষত্রের ঘূর্ণনের ওপর। খবর জিনিউজ অনলাইনের। তথ্যসূত্র: দৈনিক সমকাল