দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগে আমরা দেখেছি ঝাল মরিচ খেতে। ঝাল মরিচ খেয়ে রেকর্ড গড়ার কথাও শুনেছি। তবে এবার লাল মরিচের পানিতে বসে মরিচ খাওয়ার প্রতিযোগিতার খবর আমাদের বিস্মিত করেছে!
আমরা বাসা-বাড়িতে খেতে গিয়ে যদি তরকারিতে ঝাল একটু বেশি হয় তাহলে আমরা অস্থির হয়ে পড়ি। ঝালের কারণে আমরা দিশেহারা হয়ে পড়ি। অনেকেই আবার ঘেমে-নেয়ে একাকারও হয়ে পড়ি। মুখের লাগা ঝাল একটু কমিয়ে নেওয়ার জন্য আমরা গ্লাসের পর গ্লাস পানি খাওয়া শুরু করি। আবার চিনি কিংবা মিষ্টি কিছু খেয়ে ঝাল কমানোর চেষ্টা করি। তবে চীনে একদল প্রতিযোগী নেমেছিলেন এই ঝাল খাওয়ার প্রতিযোগিতায়! একের পর এক মুখে পুরেছেন লাল টকটকে ঝাল কাঁচা মরিচ!
জানা গেছে, চীনের হুনান প্রদেশের নিংসিয়াংয়ে গত শনিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। লাল মরিচ ও মরিচের পানিতে পূর্ণ টিউবে বসে অংশগ্রহণকারীরা একের পর এক মরিচ খেয়েছেন।
দেশটির স্থানীয় পিপলস ডেইলি পত্রিকার খবরে বলা হয়েছে, সবচেয়ে কম সময়ে বেশি মরিচ খেয়ে সু নামে এক ব্যক্তি বিজয়ী হন। এক মিনিটের মধ্যে তিনি খেয়েছেন ১৫টি মরিচ!
উল্লেখ্য, মসলাদার খাবারের জন্য প্রসিদ্ধ চীনের হুনান প্রদেশে পর্যটকদের আকৃষ্ট করতে এই প্রতিযোগিতার আয়োজন হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।