The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘বছর শেষের পূর্বেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প’!

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই নানা রকম সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি খবর বিশ্ববাসীকে বিস্মিত করেছে। আর সেই খবরটি হলো ‘বছর শেষের আগেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প’! খবরটি ছড়িয়ে পড়েছে বিশ্বময়।

‘বছর শেষের পূর্বেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প’! 1

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই নানা রকম সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। তাঁর গ্রহণ করা সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির আদালতও বার বার রায় দিয়েছে। বিশেষ করে মুসলিমদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দানসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা চলে আসছে।

এবার তাকে নিয়ে কথা বলেছেন এক লেখক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত তিন দশক ধরে চেনেন- এমনই একজন লেখক বলেছেন যে, তার বিশ্বাস ‘চলতি বছর শেষ হওয়ার পূর্বেই ক্ষমতা ছাড়বেন ট্রাম্প।’

গত বৃহস্পতিবার এক টুইটে নিজের এই বিশ্বাসের কথা লিখেছেন টনি শোয়ার্টজ নামে ওই লেখক। টুইটে তিনি আরও লিখেছেন, ট্রাম্পের জামানা কার্যত শেষ। তাই বছর শেষের পরও যদি তিনি টিকে থাকেন তাহলে অবাকই হবো।

উল্লেখ্য, ১৯৮৭ সালে লেখা ট্রাম্পের অ্যার্ট অব দ্য ডিলের সঙ্গে টনি শোয়ার্টজের নাম জড়িয়ে রয়েছে। তার এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে এক ঝড়ের সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...