আইপিএল ম্যাচ ফিক্সিং : আসাদ রউফ দাবি করলেন তিনি নির্দোষ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আসাদ রউফ লাহোরে সংবাদ সম্মেলনে জানালেন তিনি আইপিএল স্পট ফিক্সিংয়ের সাথে তার কোন সম্পৃক্ততা নেই, তিনি নির্দোষ। আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা বিভাগের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত আছেন। এদিকে মুম্বাই পুলিশ রউফকে মুম্বাইতে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছেন।


আসাদ রউফ আইপিএল স্পট ফিক্সিংয়ের সাথে তার সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে রউফ বলেন, “আইসিসির অনুমতি নিয়েই কথা বলার জন্য গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছি আমি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

তিনি সাংবাদিকদের বলেন আমি আইসিসির কোড অব কন্ডাক্ট (Code of Conduct) অনুযায়ী আপনাদের কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তবে আমি আপনাদের আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আসাদ রউফ জানান, আইসিসি আমাকে বহিষ্কার করেনি, আমি এখনো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। আইসিসি আমাকে সাময়িক চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রত্যাহার করেছে কেবল। আমার নিজের জন্যও ভালো হয়ছে ব্যাপারটি কারণ, স্পট ফিক্সিংয়ের মতো অভিযোগ মাথায় রেখে সঠিকভাবে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হতো। আমার ব্যাপারে যদি কারো প্রকৃত অভিযোগ থেকে থাকে, তাহলে প্রমাণসহ মিডিয়ার সামনে উপস্থাপন করুন।

এদিকে মুম্বাই পুলিশ জানায়, তাদের তদন্তের স্বার্থে যদি আসাদ রউফ’কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে তাহলে তাকে মুম্বাই ডাকা হবে। আসাদ রউফের পাকিস্তানে চলে যাওয়া প্রসঙ্গে মুম্বাই পুলিশ বলে, সে ব্যাপারে আমরা অবগত আছি। এখানে তিনি খেলা পরিচালনার কাজে এসেছিলেন, তার কাজ শেষ তাই নিজ দেশে ফিরে গেছেন। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে খুব শীঘ্রই তাকে মুম্বাই ডেকে পাঠানো হবে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে আমাদের কাছে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আছে। মুম্বাই ক্রাইম পুলিশ প্রধান হিমাংশু রয় জানান, ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ভিন্দু রাধাওয়া, সঞ্জয় ও পবন – এদের সাথে রউফের যোগাযোগ ছিলো। সঞ্জয় রউফকে একটি সিম কার্ড দেন যেটা রউফ সঞ্জয় যেদিন গ্রেপ্তার হন সেদিন নষ্ট করে ফেলেন। এর আগে রউফ এই সিম কার্ডই আইপিএল চলাকালীন সময়ে ভারতে তিন মাস ব্যাবহার করেছিলেন।

Related Post

পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে জানান, তারা ভারতে আসাদ রউফের তদন্তের ব্যাপারে কিছুই জানেন না। তবে আইসিসির পক্ষ থেকে যদি রউফের ব্যাপারে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়, তাহলে তখন তারা খতিয়ে দেখবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফ বলেন, “আইসিসি আমাদের আসাদ রউফের ব্যাপারে কোন অভিযোগ জানায়নি, তারা কেবল আমাদের বলেছেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্যানেল থেকে রউফকে সরিয়ে দেওয়া হয়েছে।”

আসাদ রউফ এখন পর্যন্ত ৪৮টি টেস্ট এবং ৯৮টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য। সম্প্রতি তিনি ভারতে আইপিএল ম্যাচ পরিচালনা করতে আসেন এবং এখানে তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টুডে

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে