আইপিএল ম্যাচ ফিক্সিং : আসাদ রউফ দাবি করলেন তিনি নির্দোষ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ আসাদ রউফ লাহোরে সংবাদ সম্মেলনে জানালেন তিনি আইপিএল স্পট ফিক্সিংয়ের সাথে তার কোন সম্পৃক্ততা নেই, তিনি নির্দোষ। আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা বিভাগের মুখোমুখি হতেও তিনি প্রস্তুত আছেন। এদিকে মুম্বাই পুলিশ রউফকে মুম্বাইতে জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছেন।


আসাদ রউফ আইপিএল স্পট ফিক্সিংয়ের সাথে তার সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে বুধবার লাহোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে রউফ বলেন, “আইসিসির অনুমতি নিয়েই কথা বলার জন্য গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছি আমি। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”

তিনি সাংবাদিকদের বলেন আমি আইসিসির কোড অব কন্ডাক্ট (Code of Conduct) অনুযায়ী আপনাদের কোন প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, তবে আমি আপনাদের আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আসাদ রউফ জানান, আইসিসি আমাকে বহিষ্কার করেনি, আমি এখনো আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। আইসিসি আমাকে সাময়িক চ্যাম্পিয়ন ট্রফি থেকে প্রত্যাহার করেছে কেবল। আমার নিজের জন্যও ভালো হয়ছে ব্যাপারটি কারণ, স্পট ফিক্সিংয়ের মতো অভিযোগ মাথায় রেখে সঠিকভাবে দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন হতো। আমার ব্যাপারে যদি কারো প্রকৃত অভিযোগ থেকে থাকে, তাহলে প্রমাণসহ মিডিয়ার সামনে উপস্থাপন করুন।

এদিকে মুম্বাই পুলিশ জানায়, তাদের তদন্তের স্বার্থে যদি আসাদ রউফ’কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে তাহলে তাকে মুম্বাই ডাকা হবে। আসাদ রউফের পাকিস্তানে চলে যাওয়া প্রসঙ্গে মুম্বাই পুলিশ বলে, সে ব্যাপারে আমরা অবগত আছি। এখানে তিনি খেলা পরিচালনার কাজে এসেছিলেন, তার কাজ শেষ তাই নিজ দেশে ফিরে গেছেন। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে খুব শীঘ্রই তাকে মুম্বাই ডেকে পাঠানো হবে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে আমাদের কাছে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আছে। মুম্বাই ক্রাইম পুলিশ প্রধান হিমাংশু রয় জানান, ইতোমধ্যে গ্রেপ্তারকৃত ভিন্দু রাধাওয়া, সঞ্জয় ও পবন – এদের সাথে রউফের যোগাযোগ ছিলো। সঞ্জয় রউফকে একটি সিম কার্ড দেন যেটা রউফ সঞ্জয় যেদিন গ্রেপ্তার হন সেদিন নষ্ট করে ফেলেন। এর আগে রউফ এই সিম কার্ডই আইপিএল চলাকালীন সময়ে ভারতে তিন মাস ব্যাবহার করেছিলেন।

Related Post

পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে জানান, তারা ভারতে আসাদ রউফের তদন্তের ব্যাপারে কিছুই জানেন না। তবে আইসিসির পক্ষ থেকে যদি রউফের ব্যাপারে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়, তাহলে তখন তারা খতিয়ে দেখবে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান জাকা আশরাফ বলেন, “আইসিসি আমাদের আসাদ রউফের ব্যাপারে কোন অভিযোগ জানায়নি, তারা কেবল আমাদের বলেছেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির প্যানেল থেকে রউফকে সরিয়ে দেওয়া হয়েছে।”

আসাদ রউফ এখন পর্যন্ত ৪৮টি টেস্ট এবং ৯৮টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য। সম্প্রতি তিনি ভারতে আইপিএল ম্যাচ পরিচালনা করতে আসেন এবং এখানে তার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তথ্য সূত্রঃ ইন্ডিয়া টুডে

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে