The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসল: এক অসাধারণ উইন্ডসর দুর্গ

উইন্ডসোর ক্যাসল হলো ইংল্যান্ডের রাণীর সরকারি বাসভবন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ খৃস্টাব্দ, ১৪ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ, ৬ জিলহজ্জ ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসল: এক অসাধারণ উইন্ডসর দুর্গ 1

যে ছবিটি আপনারা দেখছেন সেটি ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসল। এক অসাধারণ উইন্ডসর দুর্গ এটি।

উইন্ডসোর ক্যাসল হলো ইংল্যান্ডের রাণীর সরকারি বাসভবন। ৯০০ বছর বয়সী অসাধারণ উইন্ডসর দুর্গ রানীর প্রাতিষ্ঠানিক বাসভবন। এটিকে বলা হয় বিশ্বের বৃহত্তম কার্যরত দুর্গ। এই দুর্গটি বিজয়ী উইলিয়াম দ্বারা নির্মিত হয়েছিল।

এর কক্ষগুলিতে রয়েছে বিশ্বের বিরল শিল্পকর্ম ও চিত্রাংকন। রেমব্র্যান্ট, রুবেনস, হলবেইন ও ডাইকদের মতো কিছু মহান কিংবদন্তীদের শিল্পকর্ম এই দুর্গের প্যারাপেটে অলংকৃত করা রয়েছে। এই দুর্গের অভ্যন্তর অত্যাশ্চর্য ব্রিটিশ আসবাবপত্র ও চীনামাটির বাসন দ্বারা সুন্দররূপে সুসজ্জিত রয়েছে। এক কথায় বলতে গেলে ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসল এক ইতিহাস।

ছবি ও তথ্য: https://bengali.mapsofworld.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...