দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদে দেখা যাবে সত্যজিতের ‘ফেলুদা’। সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ সিরিজের ‘শেয়াল দেবতা রহস্য’ এবং ‘ঘুরঘুটিয়ার ঘটনা’ গল্পের দুটো নাটক প্রচারিত হবে।
এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিয়েছে ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশনস। জানানো হয়েছে ওয়েব সিরিজ হিসেবে অনলাইনেও নাটকগুলো দেখা যাবে।
প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের নিকট হতে ফেলুদার সবগুলো গল্প নিয়ে কাজ করার স্বত্ব পেয়েছেন। সিরিজটির প্রথম সিজনে ৪টি গল্প দিয়ে শুরু হবে। পরবর্তীতে অন্যান্য গল্প নিয়ে কাজ করা হবে।
সংবাদ সম্মেলনে অতিথি ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সত্যজিৎ রায়ের পুত্র এবং বিখ্যাত চিত্র পরিচালক সন্দীপ রায়, টপ অব মাইন্ড এর সিইও জিয়াউদ্দিন আদিল, গ্রে এডভারটাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইদ গউসুল আলম শাওন, গ্রামীণফোন এর হেড অফ মিডিয়া অপারেশনস ফারহা নাজ জামান, আড্ডা টাইমস-এর ম্যানাজিং ডিরেক্টর রাজিব মেহরা ও টপ অব মাইন্ড ও ক্যান্ডি প্রোডাকশন এর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
সিরিজটিতে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তপসে চরিত্রে থাকবেন রিদ্ধি সেন।