দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে স্পিন অ্যাটাককেই বেশি গুরুত্ব দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। তাই প্রতিপক্ষ ঘায়েল করেছে বেশ ভালোভাবেই।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে গতকাল ২৬০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের খেলা। সেই হিসেবে বাংলাদেশের পুঁজি ছিলো স্বল্প। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে ম্যাচের লাগাম এনে দেন দেশের স্পিনাররা। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মিরাজদের স্পিন ঘুর্ণিতে শেষ পর্যন্ত ২১৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
আজকের খেলায় অস্ট্রেলিয়ান ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। এরমধ্যে সাকিব নেন সর্বোচ্চ ৫টি উইকেট। মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নেন একটি উইকেট। উইকেট ব্যাটসম্যান হন রানআউটের শিকার।
ঘরের মাঠে বাংলাদেশের স্পিনারদের মোকাবেলা করা বিদেশী দলগুলোর জন্য বেশ কষ্টসাধ্যই হয়ে পড়ে। এজন্য ঢাকায় আসার আগে ডারউইনে স্পিন মোকাবেলায় বিশেষ অনুশীলনও করেছিলেন স্টিভেন স্মিথরা। তবে সাকিব-মিরাজদের বিপক্ষে খুব একটা সুবিধা তারা করতে পারেননি।