The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদের ‘কমন সেন্স’ শোতে দেখা যাবে অপু-মাহীকে

এশিয়ান টিভির ঈদ আয়োজনে ঈদের তৃতীয় দিন রাত ৭টায় প্রচার হবে এই সেলেব্রেটি শো ‘কমন সেন্স’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদের অনুষ্ঠান নিয়ে শুধু নাটকের অভিনেতায় নয়, চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীরাও ব্যস্ত হয়ে পড়েছেন। এবারের কোরবানীর ঈদের বিশেষ একটি অনুষ্ঠান ‘কমন সেন্স’ শোতে দেখা যাবে অপু-মাহীকে একসঙ্গে।

ঈদের ‘কমন সেন্স’ শোতে দেখা যাবে অপু-মাহীকে 1

জানা গেছে, এশিয়ান টিভির ঈদ আয়োজনে থাকছে এই অনুষ্ঠানটি। ঈদের তৃতীয় দিন রাত ৭টায় প্রচার হবে এই সেলেব্রেটি শো ‘কমন সেন্স’।

এক সাক্ষাৎকারে সহশিল্পীর বিষয় হিসেবে কোন নায়িকাকে তার পছন্দ? এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মাহিয়া মাহী বলেছিলেন, অপু বিশ্বাসকে চান তিনি। এবার সত্যি সত্যিই অপু-মাহীকে একসঙ্গে দেখা যাবে ওই অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা এবং নির্মাতা শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, সম্প্রতি এশিয়ান টিভিতে অনুষ্ঠানটির রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। ওই অনুষ্ঠানে জমিয়ে আড্ডা দিয়েছেন এই তিন তারকা। এই আড্ডায় উঠে এসেছে মাহী এবং অপুর জানা-অজানা অনেক কিছুই।

অপু জয়ের অন্য একটি অনুষ্ঠানের অতিথি হয়ে আসলেও এবারই প্রথম জয়ের সঞ্চালনায় অতিথি হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহী।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...