দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মাছরাঙা টিভিতে আসছে জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর শ্রাবন্তী অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রেমনগর’।
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর শ্রাবন্তী অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘প্রেমনগর’এর প্রচার শুরু হবে মাছরাঙা টিভিতে আগামী ২৬ সেপ্টেম্বর।
শাহাবুদ্দীনের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় ‘প্রেমনগর’ নাটকটি প্রযোজনা সংস্থা আর কে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে।
এ বিষয়ে উর্মিলা বলেছেন, এই নাটকটি কমেডি ঘরানার নাটক। কমেডির মধ্যেও প্রেম-ভালোবাসা, বর্তমান প্রেক্ষাপট সবই দেখা যাবে এই নাটকটিতে। আশা করছি নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।
নাটকটিতে উর্মিলা ছাড়াও অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাবেরী আলম, মীর সাব্বির, ডা. এজাজ, আ খ ম হাসান, আরফান আহমেদ, তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, শবনম পারভীন, তানাজ রিয়া, তারিক স্বপন, সানজিদা তন্ময় প্রমুখ অভিনয় শিল্পী।
মাছরাঙা টিভিতে এই নাটকটি নিয়মিতভাবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ১১টায় প্রচারিত হবে।