দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল (২২ সেপ্টেম্বর) বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮। স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি কেমন হচ্ছে তা নিয়ে স্যামসাং প্রেমীদের মধ্যে আগ্রহের শেষ নেই! গ্যালাক্সি নোট ৮ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।
স্যামসাং গ্যালাক্সি ৮ এর বিগার ইনফিনিটি ডিসপ্লের কারণে ব্যবহারকারীরা পাবেন সবচেয়ে সেরা ভিউইং এক্সপেরিয়েন্স। এর ব্যবহারকারীরা ১৮.৫:৯ রেশিওতে ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট উপভোগ করতে পারবেন। গরিলা গ্লাস ৫, প্রিমিয়াম মেটালের সমন্বয়ে তৈরি এই মোবাইলটি বিশ্বের সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট হিসেবে গণ্য হবে।
ব্যবহারকারীরা খুব সহজেই নিজের ইচ্ছা মতো ইমোজি বা জিআইএফ তৈরি করতে পারবেন। প্রসেসর হতে ফাইল সাইজ জেনে নেওয়া যাবে। সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহারও করা যাবে।
এয়ার কমান্ড ব্যবহার করে ৩০ টিরও বেশি ভাষাকে মোবাইল স্ক্রিণের একাধিক বাক্য সিলেক্ট করে এর অর্থ এবং উচ্চারণ জেনে নেওয়া যাবে নতুন এই স্মার্টফোনের মাধ্যমে।
স্যামসাং গ্যালাক্সি নোট ৮ মোবাইলে আরও রয়েছে অ্যাডভান্স ক্যামেরা, ডুয়েল ক্যামেরা, ২এক্স অপটিক্যাল জুম সিস্টেম। যে কারণে ক্লোজ ও জুম অ্যাঙ্গেলে ছবি তোলা সম্ভব হবে। লাইভ ফোকাস অপশনটি চালু করলে চলন্ত অবস্থায় দূরে বা কাছের স্থির অবস্থায় ছবি তোলা যাবে।
গ্যালাক্সি নোট ৮ এ থাকা এস পেন এর সাহায্যে অফ স্ক্রিণে ১০০ পেজ পর্যন্ত লেখা যাবে। নতুন এই মোবাইলটিতে ব্যবহৃত হয়েছে ১০ এনএম সাইজের ২.৩ গিগাহার্জ অ্যাডাপটিভ প্রসেসর। ব্যবহারকারীকে দেবে অন্যরকম এক পারফর্মেন্স। নতুন এই ফোনটির মেটাল ডিজাইন, থ্রিডি গ্লাস ও পার্ফেক্ট গ্রিপ মোবাইলটিকে ধূলা এবং পানি হতে সুরক্ষিত করবে।
স্যামসাং সিকিউরিটির দিকে বরাবরই নজরদারী রাখে। স্যামসাং এর এই নতুন মোবাইলটিতে চোখের আইরিস দিয়ে ফোন লক করা যাবে। প্রয়োজনীয় ফাইল, ফোল্ডার, ছবি সব কিছুই করা যাবে লক বা আনলক। আরও রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
স্যামসাং তাদের এই নতুন মোবাইলটিতে নিয়ে এসেছে তাদের নিজস্ব ইন্টেলিজেন্স সিস্টেম বিক্সবি। যার মাধ্যমে ভয়েস কমান্ডে ফোনকে চালনা করা যাবে।
স্যামসাং তাদের নতুন সেটে ফার্স্ট ওয়ারলেস চার্জার নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তার ফোনটিকে অনেক দ্রুত ওয়ারলেসলি চার্জ সারতে পারবেন। আকার অ্যাপ পেয়ার ফিচারের মাধ্যমে একসঙ্গে দুইটি অ্যাপ একই স্ক্রিণে ব্যবহার করা যাবে এই মোবাইলটিতে। আইফোনের মতো লাইভ ম্যাসেজ পাঠানোর ফিচারও যুক্ত করা হয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।