দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মনিব ভক্ত এক বিড়াল। মালিক মারা গেছেন এক বছর আগে। কিন্তু মালিকের কবর ছেড়ে নড়ছে না পোষা বিড়ালটি! বাস্তবে এমন ঘটনা খুব কমই চোখে পড়ে। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন।
ঘটনাটি ইন্দোনেশিয়ার। মালিকের মৃত্যু হয়েছে এক বছর আগে। তারপরও পোষা বিড়ালটি তার মালিকের কবর ছাড়তে নারাজ। মানুষের সঙ্গে প্রাণীর খুব কঠিন এবং কাছের সম্পর্ক। ইন্দোনেশিয়ার এই ঘটনাটি সে কথায় মনে করিয়ে দেয়। মালিকের কবরের উপর শুয়ে এই বিড়াল ছানাটি প্রতিদিন কান্না করতো। একদিন ২৮ বছর বয়সী কেলি কেনিনগাও কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বিড়ালের কান্নার আওয়াজ পান। তিনি তার সঙ্গেকরে বিড়াল ছানাকে নিয়ে যান। তবে তাতেও কোনো কাজ হয়নি। পরেরদিনও বিড়ালছানা আবার তার সেই মালিকের কবরের উপরে উঠে বসে থাকে।
কেবলমাত্র খাবার সময় হলে বিড়ালছানাটি তার মালিকের ছেলে-মেয়েদের বাসায় চলে আসে। খেয়ে এসে আবারও কবরের উপরে শুয়ে থাকে সারাক্ষণ। আশেপাশের মানুষ যারা বিড়ালছানাকে দেখে তারাও সে কারণে খাবার দেয়, তবে বিড়ালটি যেনো বেঁচে রয়েছে শুধু কবরের উপরে বসে থেকে ও রাতে কবরের উপরে ঘুমিয়ে কাটানোর জন্যই!
ডেইলি মিররকে কেলির দেওয়া এক সাক্ষাৎকারে জানা যায়, বিড়ালটি সেখানে শুধু ঘুমায় ও মাঝে মাঝে মিউ মিউ আওয়াজ করে কাঁদে। তাকে দেখতে অনেক অসহায় মনে হয়। পশুরা মানুষের কতোটা আপন তা এই বিড়ালকে দেখলেই বুঝা যায়।
বিড়ালরা খুব শান্ত এবং ভালবাসা প্রিয় প্রাণী। তাই মালিকের মৃত্যুর পর তারা অনেক কষ্ট পায় ও তাদেরকে শোকে প্রায়ই আচ্ছন্ন দেখা যায়। তারা এসময় আবেগপ্রবণও থাকে, তাদের কাছে এই পৃথিবীতে তখন একটুও ভালো লাগে না বলে জানিয়েছেন পশু বিশেষজ্ঞরা।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?time_continue=1&v=slNC99rCNNA