দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ডুব’ চলচ্চিত্র নিয়ে যেনো আগ্রহের শেষ নেই। দুই বাংলায় ‘ডুব’ যেনো এক নতুন মাত্রা সৃষ্টি করতে চলেছে। এদিকে ‘ডুব’ -এর ট্রেলারে মাত ওয়েব দুনিয়া। ভিডিওটি দেখলেই তা বোঝা যাবে।
এক কথায় বলতে গেলে কৌতুহলী নির্মাতার গল্প হলো ‘ডুব’। এক জটিল প্রেমের এক গল্প উঠে এসেছে ‘ডুব’ চলচ্চিত্রে। প্রেম হারিয়ে ফেলেন, আবার ফিরেও পান। এমন ভিন্ন এক রূপে। তেমনই গল্পের গন্ধ পাওয়া গেছে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাটির ট্রেলারেও। যা প্রকাশ হয়েছে গত বুধবার রাতে।
দীর্ঘদিন ধরে একটি কথা প্রচলিত হয়ে আসছে যে, প্রয়াত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ নির্মিত হয়েছে। বিষয়টি নিয়ে কম ঝামেলাও হয়নি ছবি মুক্তির ক্ষেত্রে। সে গুজব বা রটনা কিংবা প্রচারণা কৌশল কতোটা সত্য-মিথ্যা সেটি তুলে ধরা হয়েছে এই ট্রেলারে।
শুরুতেই বলা হয়েছে, ‘তিনি ছিলেন একজন কৌতূহলী একজন মানুষ। এই কৌতূহলই হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল এক উদ্যানে। তিনি তার মেয়েকেও কাঁদিয়েছেন। কখনও নতুন প্রেমের আক্ষেপের কারণও হয়েছেন। কখনও আবার অন্যের আশাভঙ্গের বেদনার কারণ হয়েছেন তিনি। কখনও নিজেই নিজেকে নিয়ে খেলা করে ভালোবাসার দেবালয় ছেড়ে এসেছেন যেনো অবলীলায়। তবে ভালোবাসা কখনই তাকে ছেড়ে যায়নি। মৃত্যুতেও যেনো ভালোবাসার নতুন চারা ডানা মেলেছে।’ তারপর বাবা-মেয়ে, স্বামী-স্ত্রী, বিবাহিত নির্মাতা-নীতুর সংলাপ অনেক কিছুই বলে দেয়।
বলার অপেক্ষা রাখে না নিঃসন্দেহে ‘ডুব’ একটি সুনির্মাণ। সে কথাই জানিয়ে দেওয়া হয়েছে প্রচারণামূলক ভিডিওটিতে। দেশজুড়ে অনলাইন মাধ্যমগুলোতে আলোচনায়ও তেমনটা ফুটে উঠেছে।
‘ডুব’ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া ,প্রাচী ও কোলকাতার পার্নো মিত্র। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ইরফান খান ফিল্মস ও কোলকাতার এসকে মুভিজ ছবিটি প্রযোজনায় আছে।
উল্লেখ্য, ‘ডুব’ বাংলাদেশ-ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর। ছবিটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কারও পেয়েছে।
দেখুন ট্রেলারটি