The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য স্পেশাল গাড়ি – দি বিস্ট !

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥  বারাক ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট। নিজ দেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান থাকার কারণে তিনি দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, পেয়েছেন শান্তিতে নোবেল পুরষ্কার| তার নিরাপত্তাব্যবস্থায় যে প্রেসিডেন্টাল গাড়ি রয়েছে, সেটি একটি স্পেশাল গাড়ি ক্যাডিলাক-ওয়ান যা বিভিন্ন অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ।


Limoone_newsfull_h

স্পেশাল এই গাড়িটির ডাক নাম ‘দি বিস্ট’| নিরাপত্তা এবং কোডেড যোগাযোগ ব্যবস্থার কারণে এটিই পৃথিবীর সবচেয়ে প্রযুক্তিগতভাবে সর্বাধিক সুরক্ষিত গাড়ি। আসুন তবে জেনে নিই এই অভিনব গাড়ির কিছু অভিনব বৈশিষ্ট্য|

• গাড়িটি চার সিট বিশিষ্ট এবং প্রত্যেকটি কাঁচ দ্বারা একে অপর থেকে আলাদা এবং কাঁচ নামানোর সুইচ থাকে একমাত্র ওবামার কাছে। আছে প্যানিক বাটন যার মাধ্যমে ওবামা বিপদে সাহায্যের তলব করতে পারবে।
• গাড়ির দরজা আট ইঞ্চি পুরু আর্মার পাত বিশিষ্ট (বুলেট প্রুফ) এবং দরজার ওজন একটি বোয়িং-৭৫৭ জেটের
দরজার সমান।
• চালকের জানলা খোলা যাবে তিন ইঞ্চি পর্যন্ত এবং এটি বুলেটপ্রুফ। জানালার মাধ্যমে চালক সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে কথা বলতে পারে এবং টোল দিতে পারে।
• পুরো গাড়ি শক্ত স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ও এমনকি সিরামিকের মিশ্রণ দ্বারা তৈরি, উচ্চগতির বুলেট থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
• গাড়ির চালক সিআইএ প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে কোন বিপদাবস্থায় দ্রুত বিপদাস্থল ত্যাগ করতে সক্ষম। গাড়ির রয়েছে স্ট্যান্ডার্ড স্টিয়ারিং হুইল এবং চালকের ড্যাশ বোর্ডে রয়েছে বিশেষ যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম
• গাড়ির পেট্রোল ট্যাঙ্ক আর্মার পাত দিয়ে তৈরি এবং বিশেষ ধরনের ফোম থাকায় সরাসরি বিস্ফোরণ থেকে রক্ষা পেতে সমর্থ।
• গাড়ির বুট যা গাড়ির পিছনে অংশে থাকে তাতে রয়েছে অক্সিজেন সরবরাহ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা।
• ওবামার সিটে আছে ওয়াইফাই সংযুক্ত ডেক্সটপ, ল্যাপটপ, আছে স্যাটেলাইট ফোন যার সাহায্যে ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব।
• প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে আছে নাইট ভিশন ক্যামেরা, পাম্প একশন শটগান ও কাঁদানে গ্যাস ছোঁড়ার ব্যবস্থা এবং মজুদ আছে প্রেসিডেন্টের একই গ্রুপের রক্ত।
• গাড়ির নিচে আছে পাঁচ ইঞ্চির বিশেষ রকমের পাত যা গাড়িকে রাস্তায় পুঁতে রাখা বোমা থেকে রক্ষা করবে।
• গাড়ির টায়ার ইস্পাতের রিম দ্বারা বিশেষ ভাবে তৈরি যার কারণে চাকা পাংচার হলেও গাড়ি চলতে সক্ষম।
• গাড়িটি ইনফ্রায়েড স্মোক গ্যানেড ছুঁড়ে মারতে পারে যা গাড়ির চারদিকে ধোঁয়া তৈরি করতে পারে। এটি রকেট চালিত গ্রেনেড বা মিসাইল থেকে গাড়িকে সুরক্ষা দিবে।
• গাড়ির চালকের জন্য আছে বিশেষ ভিডিও ব্যবস্থা যার মাধ্যমে ধোঁয়া, কুয়াশা বা অন্ধকারে দেখে গাড়ি চালানো সম্ভব।
• গাড়ির বাইরে হতে শব্দ শোনার জন্য গাড়ির ভেতরে এবং বাইরে মাইক্রোফোন সিস্টেম সংযুক্ত করা রয়েছে।

Barack-Obama’s-Car-‘The-Beast’

এক নজরে গাড়িঃ

• মূল্যঃ ৩০০০০০ পাউন্ড
• দৈর্ঘ্যঃ ১৮ ফুট
• উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি
• ইঞ্জিনঃ ৬.৫ লিটার ডিজেল ইঞ্জিন
• সর্বোচ্চ গতিঃ প্রতি ঘন্টায় ৬০ মাইল বা ৯৬ কিলোমিটার
• জ্বালানি ব্যবহারঃ প্রতি গ্যালনে আট মাইল

পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্টের ‘দি বিস্ট’ গাড়িটি মানুষের আগ্রহ এবং আকর্ষণের জিনিস এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা বিশিষ্ট এই গাড়িটিকে ট্যাংকের সাথে তুলনা করা যায়। যা প্রেসিডেন্ট বারাক ওবামাকে দিচ্ছে রাস্তায় চলাচলের সময় যে কোন সন্ত্রাসী আক্রমণ থেকে সর্বোচ্চ সুরক্ষা।

তথ্যসূত্রঃ পপুলার মেকানিক্স

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali