DCIM100MEDIADJI_0466.JPG
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীন এবার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করেছে ৪০৯ কি.মি. নতুন সড়ক! চীনের দুই শহরকে জুড়তে ৪০৯ কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে খোলা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, তিব্বতের রাজধানী লাসা হতে নিংচি পর্যন্ত বিস্তৃত হয়েছে এই সড়ক। অরুণাচল প্রদেশের কাছেই চীন এই রাস্তা তৈরি করছে বলে জানা গেছে।
এক্সপ্রেসওয়ে তৈরি করতে চীনের খরচ হয় ৫.৮ বিলিয়ন ডলার। প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার গাড়ি চালানো যাবে এই রাস্তায়। লাসা এবং নিংচি এই শহর দুটি পর্যটকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়।
চীনের সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়া বলেছে, ৪০৯ কিলোমিটার লম্বা ওই টোল-ফ্রি সড়কটি তিব্বতের রাজধানী লাসা এবং নিংচি শহরকে সংযুক্ত করবে।
বেইজিং দাবি করেছে, এই এক্সপ্রেসওয়ের কারণে দুই শহরের মধ্যে যাত্রার সময় ৮ ঘণ্টা হতে কমে ৫ ঘণ্টায় সম্ভব হবে। তিব্বতের অধিকাংশ এক্সপ্রেসওয়েগুলো এমনভাবে তৈরি করেছে চীন, যে প্রয়োজন পড়লে তার ওপর দিয়ে যে কোনও ধরনের সামরিক যান এবং বাহিনীকে অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হবে।
গত এক দশকে চীন তিব্বতের ভারত-সীমান্ত লাগোয়া অঞ্চলে যে হারে পরিকাঠামো উন্নয়ন করে চলেছে, তাতে করে ভারতও উত্তর-পূর্বের পরিকাঠামো উন্নয়নে জোর দিতে বাধ্য হয়েছে।
উল্লেখ্য, অরুণাচল প্রদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে বিবাদ রয়েছে দীর্ঘদিন ধরে। অরুণাচলকে বরাবরই তিব্বতের দক্ষিণ অংশ বলে দাবি করে আসছে চীন।
This post was last modified on অক্টোবর ২, ২০১৭ 12:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…