দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অপূর্ব-মিথিলার নতুন নাটক ‘নীল ফড়িং এর গল্প’। এই জুটি আগেও বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করে ভক্ত-দর্শকদের বাহবা পেয়েছেন।
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা হলেন অপূর্ব এবং মিথিলা। এই জুটি আগেও বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করে ভক্ত-দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও তারা জুটি বাঁধতে যাচ্ছেন নতুন নাটক ‘নীল ফড়িং এর গল্প’।
মেহেদী হাসান জনির পরিচালনায় এবং আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ নাটকটির শুটিং শুরু হবে আগামী ৬ অক্টোবর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। রাজধানীর উত্তরায় চলবে নাটকটির দৃশ্যধারণ।
অপূর্ব-মিথিলা ছাড়াও এই নাটকে আরও অভিনয় করছেন গাজী রাকায়েত, মিলি বাশার, বিরহী মুক্তারসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
নাটকটি সম্পর্কে অপূর্ব বলেছেন, ‘নাটকের গল্পটি আমার কাছে ভালো লেগেছে। জনির অনেক নাটকে আমি অভিনয় করেছি। নাটকে অভিনয় করার পূর্বে প্রতিটি নাটক নিয়েই ওরসঙ্গে আলোচনা করে তারপর অভিনয় শুরু করি। আশা করছি বেশ ভালো কাজ হবে।’
নাটকটি সম্পর্কে মিথিলা বলেছেন, ‘সাধারণত আমি গল্প এবং চরিত্র দেখে কাজ করি। ‘নীল ফড়িং এর গল্প’ নাটকে দর্শক ভালোবাসা ছাড়াও একটু ভিন্নতা খুঁজে পাবেন। আশা করি দর্শকদের খুব ভালো লাগবে এই নাটকটি’।