দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগের সত্যে তাল মিলিয়ে চলা প্রযুক্তি যেনো ক্রমেই মানুষের খুব কাছে চলে যাচ্ছে। আমরা এতোদিন একটি মাউসে একটি কম্পিউটার ব্যবহার করতাম। তবে এখন থেকে এক মাউসে চলবে তিন কম্পিউটার!
এবার বাজারে এলো নতুন রাপু ওয়্যারলেস ট্রাই মোড মাউস যার মডেল এমটি ৭৫০। নতুন এবং অত্যাধুনিক এই মাউসে রয়েছে ট্রাই মোড। নতুন এই প্রযুক্তিতে ৩টি মোড ( ওয়্যারলেস ২.৪ জি / ব্লুটুথ ৩.০ / ব্লুটুথ ৪.০) ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে আমরা একই সঙ্গে ৩টি ডিভাইসে কাজ করতে পারবো।
এতে আরও রয়েছে লেজার সেন্সর এবং ৯টি বোতামের শক্তিশালী ফাংশনও। শুধু তাই নয়, ৪৫০ এম এ এইচ লিথিয়ান ব্যাটারি সমৃদ্ধ এই নতুন মাউসটি রিচার্জেবল। একবার চার্জ করলেই যা চলবে এক মাস। এতে রয়েছে ১০ মিটার ওয়্যারলেস রেঞ্জ ও ৬০০ – ৩২০০ ডিপিআই এডজাস্টমেন্ট সুবিধাও। এছাড়াও মাউসটি দিচ্ছে আরামদাযক আকৃতি এবং মেটালিক অনুভুতি।
নতুন এই মাউসটি ক্রয় করতে যেতে হবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখা কিংবা যেকোনো ডিলারের কাছে।