দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ১ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ২৫ মুহররম ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
মনোমুগ্ধ যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি আইসল্যান্ডের দৃশ্য। সত্যিই অপূর্ব আজকের এই দৃশ্যটি।
আইসল্যান্ডের রাজধানি হলো রেকিয়াভিক। আইসল্যান্ডের নাম শুনলেই মনে হবে এক বরফে ঢাকা পৃথিবী, যেখানে একমাত্র রঙই হলো সাদা। যেখানে সারাবছর ক্রমাগত তুষার পড়ে। যেখানকার বাতাসে শুধুই তুষারের গান। সত্যিই কি তাই? মোটেও নয়! নাম আইসল্যান্ড হলেও এই দেশ মোটেই বরফে ঢাকা কোনো দেশ নয়! এমনকি তেমন ভয়ঙ্কর ঠাণ্ডাও নেই। বরং কল্পকাহিনীর মতোই চোখজুড়ানো সব দৃশ্যপট রয়েছে এই দ্বীপদেশের পুরোটা এলাকা জুড়ে।
আগুন ও বরফ, এই দুইয়ের মিলনে আপনার কল্পনাকেও যেনো হার মানাবে আইসল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য। দেশটিতে জমাট হিমবাহ এবং সক্রিয় আগ্নেয়গিরি একে অপরকে যেনো আলিঙ্গন করে রয়েছে। এমনটা কি কখনও কোথাও দেখতে পাবেন আপনি? পাহাড়ি এই দ্বীপটির অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে। এক অপার প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান। মনের সকল কালিমা দূর হবে এমন একটি স্থানে বেড়াতে গেলে।
ছবি ও তথ্য: http://www.natunsomoy.com এর সৌজন্যে।