দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনি জানতেন না যে তিনি লটারীতে এতো বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন। যখন জানলেন তখন লটারীতে ২৪ মিলিয়ন ডলার পেয়ে আত্মহারা এক ব্যক্তি!
নিজের ভাগ্য ফেরানোর জন্য তিনি লটারী কিনছেন ৫০ বছর ধরে। নাম্বার মেলাতে মেলাতে তিনি অতিষ্ঠ হয়ে গেছেন। যে কারণে বর্তমানে আর কোনোদিন টিকিটের নম্বর মিলিয়ে দেখার সময়ও পেতেন না। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এই ব্যক্তি জিমি স্মিথ বরাবর ভাবতেন, হাতে একটু সময় হোক, টিকিটগুলো সব মেলাবো। এবার ৬৮ বছরের সেই অবসরপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীই লটারিতে পেয়ে গেছেনন ২৪ মিলিয়ন ডলার! তাও টিকিট মিললো তার পুরনো শার্টের পকেট হতে!
হঠাৎ একদিন টিভিতে খবর দেখেন জিমি, ওমুক নম্বরের লটারির টিকিটের প্রথম পুরস্কার নিতে কেও আসেননি। নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে বাকি রয়েছে আর মাত্র ২ দিন।
আর দেরি নয়, তখনই ধুলো ও মাকড়সার জাল ঝেড়ে পুরনো টিকিটের পাঁজা নিয়ে বসেন জিমি। পুরনো একটি শার্টের পকেট হতে বের হয় সেই কাঙ্খিত টিকিটটি।
টিকিটের নম্বর মিলে যাচ্ছে দেখে প্রথমে বিশ্বাস হয়নি জিমির। ধুলো বোঝাই ঘরের জানালা দিয়ে মুখ বার করে পরিষ্কার হাওয়ায় নিঃশ্বাস নেন জিমি। তারপরই রওনা দেন নিউ ইয়র্ক লটারির ক্রেতা পরিষেবা বিভাগে। এভাবে তিনি পেয়ে গেলেন লটারীর ২৪ মিলিয়ন ডলার!
তথ্যসূত্র: http://abcnews.go.com