দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক দৈত্যাকার দোলনা। যা বিশ্বের ভয়ঙ্কর এক অ্যাডভেঞ্চার রাইড হিসেবে খ্যাতি পেয়েছে! এই দোলনাটি ‘জায়ান্ট ক্যানিয়ন সুইং’ নামে পরিচিত এবং যা পার্কটির মূল আকর্ষণ।
জানা গেছে, অ্যাডভেঞ্চার পার্কে রয়েছে দৈত্যাকার এই দোলনাটি রয়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর গ্লেনউড ক্যাভার্নর্সে। দোলনাটি ‘জায়ান্ট ক্যানিয়ন সুইং’ নামে পরিচিত। এটি পার্কটির মূল আকর্ষণ।
কলোরাডো নদী হতে ১৩ শত ফুট উঁচুতে রয়েছে এই জায়ান্ট ক্যানিয়ন সুইং। ২০১০ সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ভয়ঙ্কর রাইডটি। যারা সাহসি অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য বিষয়টি খুশির। তবে যাদের হার্ট দুর্বল তাদের রাইডটি হতে দূরে থাকা হবে বুদ্ধিমানের কাজ।
এই জায়ান্ট ক্যানিয়ন সুইংটি সর্বোচ্চ ৫০ মাইল প্রতি ঘণ্টার গতিতে উপর হতে নীচে দুলতে পারে। যা এই রাইডের যাত্রীদের আতঙ্কিত হওয়ার ক্ষেত্রে যথেষ্ট। একাধিক কড়া নিয়ম ও শর্তের গণ্ডি পেরিয়ে তবেই এই জায়ান্ট ক্যানিয়ন সুইং-এ চড়ার ছাড়পত্র পান আগ্রহীরা।
দেখুন ভয়ংকর রাইডটির ভিডিও