দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ৫ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ২৯ মুহররম ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি মক্কার মিকাত মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ। বিশাল এলাকা নিয়ে এই মসজিদটি অবস্থিত।
এই মসজিদটি মদিনা মুনাওয়ারা হতে মক্কা মুকাররামা যাওয়ার পথে মসজিদে নববী হতে ১৪ কিলোমিটার দূরে আকিক উপত্যকার পশ্চিম পাশে অবস্থিত। এটি মদিনাবাসীদের জন্য মিকাত হওয়ায় ‘মসজিদে মিকাত’ নামেই পরিচিত।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ কিংবা উমরাহ পালনের উদ্দেশে মক্কা যাওয়ার সময় এই স্থানের একটি গাছের নিচে নামতেন এবং সেখানে সালাত আদায় করে ওমরাহ বা হজের ইহরাম বাঁধতেন। সে কারণে এটিকে মসজিদে শাজারাহ্ও বলা হয়ে থাকে।
তথ্য: http://probashernews.com এর সৌজন্যে।