দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ৭ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ১ সফর ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
চমৎকার এই দৃশ্যটি ব্রাজিলের ফার্নান্দো ডি নরোনহার। সত্যিই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য এটি।
ব্রাজিলের ফার্নান্ডো ডি নরোনহা হতে ভূ-প্রাকৃতিক দৃশ্য নরোনহা-র দ্বীপপুঞ্জগুলি হলো দক্ষিণ আটলান্টিক সমুদ্রগর্ভস্থ শৈলশ্রেণীর একটি অংশবিশেষ।
এর আদিম সমুদ্রসৈকতের দরুণ নরোনহা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এক প্রশান্ত বালুকাময় সমুদ্রের মধ্যে নিথরভাবে শুয়ে আছে, যা মধুচন্দ্রিমা দম্পতিদের কাছে এক প্রিয় স্থান হিসেবে গড়ে উঠেছে। দর্শনীয় সৌন্দর্যপূর্ণ হওয়ায় এই দ্বীপপুঞ্জগুলি রোম্যান্টিক বিবাহ স্থল হিসাবেও এক অন্যতম স্থান দখল করে রয়েছে। রঙিন সামুদ্রিক জীবদের সঙ্গে স্ফটিকের ন্যায় স্বচ্ছ পানি, এটিকে ব্রাজিলের এক অত্যাশ্চর্য বলা যায়।
ছবি ও তথ্য: https://bengali.mapsofworld.com এর সৌজন্যে।