দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ১২ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ, ৬ সফর ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি মিশরের মোহাম্মদ আলী পাশা মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ।
মিশরে অনেক মসজিদ রয়েছে। তবে এই মসজিদটি একটি ব্যতিক্রমি মসজিদ। বিশেষ করে এর ডিজাইন একেবারেই ব্যতিক্রমি। মসজিদটির উচ্চতা অনেক। মসজিদটির গম্বুজ ও মিনারগুলোও একটু ব্যতিক্রমি।
উনবিংশ শতাব্দীতে যেসকল মুসলিম অগ্রদূত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন তাদের একজন হলেন মুহাম্মদ আলী পাশা। তিনি সমগ্র উসমানীয় খিলাফতকে সুসংবদ্ব ও শক্তিশালী করেন। তিনি মিসরের এক অরাজক পরিস্থিতিরও অবসান ঘটান।
মুহাম্মদ আলী পাশা একজন দক্ষ সেনা অধিনায়ক ও শাসক ছিলেন। তাঁর পিতার নাম ইব্রাহীম আগা ও মায়ের নাম যয়নাব আগা। পিতৃ বংশীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি ছিলেন তুর্ক বা ইরানী। তাঁর নামেই নির্মিত হয় এই মসজিদটি।
ছবি: https://www.flickr.com এর সৌজন্যে।