দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমার পুলিশ দুই বিদেশী সাংবাদিককে আটকদ করেছে। মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের নিকটে ড্রোন উড্ডয়নের অভিযোগে দুই বিদেশী সাংবাদিককে আটক করা হয়।
আটককৃত দুই সংবাদিক হলেন সিঙ্গাপুরের লাউ হন মেন ও মালয়েশিয়ার সাংবাদিক মক চৌ লিন। এরা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন (টিআরটি)-এর সংবাদকর্মী। গতকাল (শনিবার) মিয়ানমারের পুলিশ তাদের আটকের কথা জানিয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
পুলিশ দাবি করেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা গত শুক্রবার রাজধানী নেপিদো’র পার্লামেন্ট ভবন এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেছিল। এই সময় তাদের সঙ্গে থাকা টেলিভিশনের যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয় তাদের চালককেও।
মিয়ানমারে ওই সাংবাদিক যেখানে উঠেছিলেন পরে সেখানে অভিযান চালিয়ে তাদের কম্পিউটার এবং মেমরি স্টিক জব্দ করে মিয়ানমার পুলিশ।
মিয়ানমারের জেবু থিরি থানার পুলিশ কর্মকর্তা স্যান অং আনাদোলু এজেন্সি’কে বলেছেন, বিনা অনুমতিতে আমদানিকৃত ড্রোন রাখার দায়ে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন অনুযায়ী অভিযোগ দায়ের করা হবে।
তিনি আরও বলেছেন যে, চলমান তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আনা হতে পারে।