দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন স্ত্রী মেহের আফরোজ শাওন। ওই অনুষ্ঠানে শাওনকে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে বেশ রসাত্মক আলোচনা জমে ওঠে। শাওন অফ লাইনে এসে জয়কে চড় মারার কথা বলেন। ভিডিওটি দেখলে বিষয়টি পরিষ্কার হবে।
জনপ্রিয় অভিনেতা শাহারিয়ার নাজিম জয়কে চড় মারার কথা বললেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তবে কেনো এই চড়? জয় কি সত্যিই কোনো অপরাধ করেছিলেন যে তাকে চড় মারার কথা বললেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন স্ত্রী মেহের আফরোজ শাওন। তবে কিছু তো অবশ্যই তিনি করছেন। তা না হলে কেনোই বা তাকে চড় মারার কথা বললেন শাওন। তবে অবাক হবার মতোই একটি ঘটনা এটি। যদিও শাওন হাত দিয়ে জয়কে চড় মারেননি। তবে চড় দিয়েছেন কথা দিয়ে। আবার সেটা নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েও দিলেন দর্শকদেরকে।
টিভি অভিনেতা শাহারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠান চলছিল। ‘সেন্স অপ হিউমার’ নামের এই অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে হাজির হন শাওন। এই অনুষ্ঠানে উপস্থাপক জয় একপর্যায়ে শাওনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন জয়।
এই প্রসঙ্গে শাওন বলেন, সেন্স অপ ফিউমারের যিনি উপস্থাপক তিনি চেষ্টা করেন কড়া কড়া প্রশ্ন করে অতিথিকে বিপদে ফেলার জন্র। বিপদেও ফেলে দেন কিছুটা। যেমন কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা যেভাবে দিতে চাই সেভাবে অনস্ক্রিণে দেওয়া যায় না। অনেক রুরো সত্য সব সময় বলাও যায় না। সেই জায়গা হতে আমার মনে হয় আজকে আমি অনেক সত্য বলেছি। অনেক বেশি বলে ফেলেছি। অনুষ্ঠানটির উপস্থাপক জয় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। যার জন্য আমি ঠিক করেছি তাকে একটা চড় দেবো। তবে লাইভে চড়টা দিতে চাই না।
তিনি আরও বলেন, উনি (জয়) যে আমাকে একটা বাজে প্রস্তাব দিয়েছেন। সেজন্য তাকে লাইভে চড়টা দিতে চাই না। কারণ এটা দেখতে খুব অড লাগবে। তবে সব সময় যে হাত দিয়েই চড় দিতে হয়; এমন কিছুও নয়। মাঝে মাধ্যে কথা দিয়েও চড় দেওয়া যায়।
শাওন আরও বলেন, এমন প্রস্তাব আমি আর কখনও আপনার (জয়) কাছ থেকে আশা করছি না। এরপর থেকে আপনি (জয়কে বলেন) আমাকে আপা বা খালাআম্মা বলে ডাকবেন।
দেখুন ভিডিওটি
This post was last modified on অক্টোবর ২৯, ২০১৭ 9:14 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…