দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ৩০ টাকা চার্জ দিয়ে মোবাইল সীমের অপারেটর বদল করা যাবে। অর্থাৎ একজন গ্রাহক ইচ্ছে করলেই নম্বর ঠিক রেখে অপারেটর বদল করতে পারবেন। আগামী মে মাসে চালু হবে এই নতুন সিস্টেম।
মোবাইল ফোনের নম্বর অপরিবর্তিত রেখেই অপারেটর বদল (এমএনপি) সেবার লাইসেন্স দেওয়া হয়েছে ইনফোজিলিয়ান বিডি টেলিটেক নামের একটি প্রতিষ্ঠানকে। বাংলাদেশ ও স্লোভেনিয়ার ব্যবসায়ীদের কনসোর্টিয়াম হলো এই প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে। বাংলাদেশে ২০১৩ সালে এই সেবা দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রায় চার বছর পর একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হলো।
দেখা যায়, অনেক গ্রাহকই নিজ অপারেটরের সেবায় সন্তুষ্ট নন। তবে নম্বর পরিবর্তন করতে হবে ভেবে অন্য অপারেটরে যেতে চান না। এই সেবা চালু হলে নম্বর ঠিক রেখে যেকোনো অপারেটরের সেবা নেওয়া যাবে।
জানা গেছে, একজন গ্রাহক ৩০ টাকা খরচ করে অপারেটর বদল করতে পারবে। তবে আগের অপারেটরে ফিরতে হলে তাকে অন্তত ৯০ দিন অপেক্ষা করতে হবে। ৯০ দিন পর ওই গ্রাহক আবারও অপারেটর বদলের সুযোগ পাবেন।
জানা গেছে, আগামী বছর মে মাসে এই সেবাটি চালু হবে। তবে ওই কোম্পানিকে ৫ বছরের মধ্যে অন্তত ১০ শতাংশ সেবা প্রদান করতে হবে। নইলে তাদের লাইসেন্স বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে।
This post was last modified on নভেম্বর ৭, ২০১৭ 8:58 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…