দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে যে কমোডটি আপনারা দেখছেন সেটি যেনো-তেনো কমোড নয়, এটি একটি চামড়ার কমোড। আর এই কমোডটির দাম প্রায় ৮০ লাখ টাকা! বিশ্বের সবচেয়ে দামি এই কমোডটি ভিডিওতে একবার দেখে নিন।
সত্যিই আশ্চর্য হতে হয়। কারও অর্থের জন্য দু’বেলা ভাত জোটে না আবার কেওবা কোটি টাকার কমোডে বসে প্রাত:কাজ সারেন! বড়ই বিচিত্র এই দুনিয়া!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান শিল্পী ইলমা গোরে ফরাসি কোম্পানি লুই ভুটনের ব্যাগ দ্বারা তৈরি করেছেন একটি কমোড। যে কমোডটি তৈরি করতে লেগেছে লুই ভুটনের ২৪টি ব্যাগ। সেইসঙ্গে লেগেছে এই কোম্পানির একটি স্যুটকেসও।
লুই ভুটন কোম্পানির ২৪টি ব্যাগের দাম প্রায় ১০ লাখ টাকার মতো। আপনাকে এই কমোড নিজের বাথরুমে আনতে হলে আপনাকে দিতে হবে প্রায় এক লাখ মার্কিন ডলার। বাংলাদেশী টাকায় যার আনুমানিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৮০ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের কলরাডোতে অবস্থিত অনলাইন রেটেইলার ট্রেডসির নয়া সান্টা মোনিকা শোরুমে শোভা পাচ্ছে খয়েরি ও সোনালী রঙের এই বিশেষ কমোডটি। এই কমোডটি তৈরি করতে সময় লেগেছে ৩ মাস।
এই কমোডটির বিষয়ে শিল্পী ইলমা গোরের বক্তব্য হলো, ‘আমি নিজে কখনও এর উপর বসতে পারবো না। তবে দর্শণার্থীরা শো-রুমে এসে বিশেষ এই কমোডের ওপর বসে দেখতেই পারেন।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নগ্ন ছবির শিল্পীও হলেন এই ইলমা গোরে। তার তৈরি করা ওই ছবিটির নাম দেওয়া হয়েছিল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’। আপনিও ইচ্ছে করলেই কিনতে পারে কেতাদুরস্ত এই বিশেষ কমোডটি!
দেখুন ভিডিওতে