The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

২০২০ সালে হিলারিকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প!

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুর্নীতিবাজ হিলারী ক্লিনটন সবচেয়ে জঘন্য এবং বড় পরাজিত প্রার্থী। তার থেমে যাওয়া উচিত নয়।’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক মহলে আলোচিত একটি বিষয় সংবাদ মাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে। আর সেটি হলো ২০২০ সালে হিলারিকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প!

২০২০ সালে হিলারিকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প! 1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লড়াই করার আহ্বান জানিয়েছেন। এ সময় ট্রাম্প বলেন, ‘হিলারিকে হারানো সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক হবে।’

এক টুইট পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দুর্নীতিবাজ হিলারী ক্লিনটন সবচেয়ে জঘন্য এবং বড় পরাজিত প্রার্থী। তার থেমে যাওয়া উচিত নয়, এটি রিপাবলিকান দলের জন্যও সবচেয়ে ভালো হবে। হিলারি, জেগে উঠো, তিন বছর পর আবারও এক চেষ্টা চালাও।’ ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ২০২০ সালের নির্বাচনের ক্লিনটনের সঙ্গেই লড়তে চাই যদিও হিলারি ইতিমধ্যে বলেছেন তিনি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবেন না।’

ইতিপূর্বে এক রেডিও সাক্ষাৎকারে হিলারি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আলাবামার সিনেট পদপ্রার্থী রয় মুরের দায়ভার নিয়ে ট্রাম্পের ক্ষমা প্রার্থনা না করার সমালোচনা করার পরপরই ট্রাম্প এমন একটি টুইট করেন।

ট্রাম্প এফবিআই ও জাস্টিস ডিপার্টমেন্টকে হিলারীর নির্বাচনি ক্যাম্পেইনে ক্লিনটন ফাউন্ডেশন ও ডেমোক্রেট ন্যাশনাল কমিটির যৌথ আর্থিক সহায়তার তদন্ত করারও আহ্বান জানান। একমাস পূর্বে ট্রাম্প বলেছিলেন, ‘সবার প্রশ্ন , জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই কেনো হিলারি এবং ডেমোক্রেটদের এই অসততার তদন্ত করছে না। মানুষ ডিলেট করা ই-মেইল, ইউরেনিয়াম, পোদেস্টা, সার্ভারসহ নানা বিষয় নিয়ে জানতে চায়।’

রেডিওতে দেওয়া ওই সাক্ষাৎকারে হিলারি বলেছিলেন, ‘মিনেসোটার ডোমোক্রেট সিনেটর আল ফ্রাঙ্কেন জোর পূর্বক এক রেডিও উপস্থাপিকাকে যৌন হয়রানির পর ডেমোক্রেট দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে রয় মুর বা ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, তারা কোনো ধরনের দায়ভার নিচ্ছেন না, এমনকি ক্ষমা প্রার্থনাও করছেন না।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...