দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গায়ের রঙ দেখে যে কেও ঘাবড়ে যাবেন তাতে সন্দেহ নেই। কিন্তু আপনি কী জানেন? গায়ের রঙের কারণেই তিনি হয়েছেন বিখ্যাত!
সত্যিই মাঝে-মধ্যেই এমন কিছু গল্প মানুষকে বিস্মিত করে। যেমন আজ যার কথা উঠে এসেছে তার বিষয়টি। তার চেহারা দেখে যে কেও ঘাবড়ে যাবেন। এমন রঙ কী কখনও মানুষের হতে পারে? এমন একটি প্রশ্নও আসতে পারে। কিন্তু ফর্সা বা কালো বলে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা মোটেও ঠিক নয়। ২০০৭ সালে মা ও ভাই-বোনদের সঙ্গে এসে পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্রে। তার বয়স তখন ১৪ বছর।
প্রথমে দক্ষিণ সুদান হতে প্রথমে ইথিওপিয়ার এক রিফিউজি ক্যাম্প। তারপর সেখান থেকে কেনিয়া হয়ে আমেরিকা। তার নাম নেয়াকিম গ্যাটওয়েক, আন্তর্জাতিক মডেলিং দুনিয়ায় যার পরিচিতি হলো ‘কুইন অফ দ্য ডার্ক’ নামে। যিনি ১৪ বছর বয়স পর্যন্ত জানতেনই না ‘মডেল’ শব্দের অর্থ।
বর্তমানে নেয়াকিম গ্যাটওয়েকের বয়স ২৪ বছর। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৩ লাখের মতো। অবাক করার মতো ব্যাপার! যেখানে গায়ের রং নিয়ে উঠতে-বসতে টিকা-টিপ্পুনির শিকার হতে হয়েছে, তেমনই বিশ্বে এক কৃষ্ণকলির এমন সম্মান, সত্যিই প্রশংসার দাবি রাখে।
আন্তর্জাতিক ফ্যাশন মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নেয়াকিম বলেছেন যে, তিনি আমেরিকা এসে স্কুলে ভর্তি হন। সেখানে প্রথম দিকে তাকে গায়ের রঙের জন্য বেশ হেনস্থা হতে হয়। তারপরও তিনি হার মানেননি।
নেয়াকিমের সাফল্যের প্রধান কারণ তুলে ধরেছেন ঠিক এভাবে, ‘আমি নিজেকে ভালোবাসি। আমি ভালোবাসি আমার গায়ের রংকেও।’ তিনি মনে করেন যে, নিজেকে ভালো না বাসলে, অন্য কেও আপনাকে কখনও ভালোবাসবে না।
বর্তমানে নেয়াকিম গ্যাটওয়েক এক সফল মডেল। তিনি চান বিশ্ব দরবারে সুদানের কথা তুলে ধরতে। নেয়াকিম গ্যাটওয়েকের ইচ্ছে, নিজের জন্মভূমির জন্য কিছু করা। বিশেষ করে সেখানকার ছোট্ট ছোট্ট অসহায় মেয়েদের জন্য কিছু করা। গায়ের রঙ ও মানুষের মন যে ভিন্ন একটি জিনিস সেটি তিনি প্রমাণ করেছেন।