দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাট্য জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবার অভিনয় করলেন ‘আবহাওয়াবিদ’ এর ভূমিকায়। ছোটপর্দার জন্য নির্মিত হয়েছে নাটক ‘আবহাওয়াবিদ’।
বড়পর্দায় দেশজুড়ে চলছে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘হালদা’। সম্প্রতি তিনি অভিনয় করলেন আল নাহিয়ান-এর রচনা এবং সোহেল রানা ইমনের পরিচালনায় নির্মিত ‘আবহাওয়াবিদ’ নামক নাটকে।
নাটকটির মূল কাহিনী হলো জাহিদ হাসান হতে চান ‘আবহাওয়াবিদ’। এই বিষয়ে তিনি খুবই সিরিয়াস। শেষ পর্যন্ত হয়েছেনও তাই। গ্রামের একমাত্র আবহাওয়াবিদ হিসেবে সবাই তাকে চেনে।
তবে গ্রামবাসীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কতোটুকু সে বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। একদল গ্রামবাসী তাকে স্বীকৃতি দিতে নারাজ।
জাহিদ হাসানের মনোবল খুব দৃঢ়। তার বিশ্বাস যে তিনি অবশ্যই আবহাওয়া সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত। এমনই কাহিনী নিয়ে গড়ে উঠেছে একক নাটক ‘আবহাওয়াবিদ’।
‘আবহাওয়াবিদ’ নাটকটির রচয়িতা আল নাহিয়ান বলেন, “জাহিদ হাসান অভিনীত আমার লেখা প্রথম নাটক। নাটকটিতে কাজ করার সময় জাহিদ ভাইয়ের অভিনয়শৈলী দেখে প্রতি মুহূর্তে বুঁদ হয়ে ছিলাম। একটি দৃশ্যে অভিনয়ের সময় পুরো শুটিং সেটকে একাই কাঁদিয়েছেন তিনি। প্রচারের পর দর্শকরাই তাদের মতামত দেবেন।”
সম্প্রতি পূবাইলের একটি শুটিং হাউজে শেষ হয়েছে নাটকটির শুটিং। জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন ফারহানা মিলি, শিখা কর্মকার, টুনটুনি, সিদ্দিক মাস্টার, আল আমিন, এমিলা হক, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
This post was last modified on ডিসেম্বর ৯, ২০১৭ 1:28 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নান্দনিক ভিজ্যুয়াল ও টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলাদেশের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শনিবার রাতে ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সব্বাগকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা গিয়েছে, টায়ার মেরামতের দোকানে একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই সময় ফুলকপি, বাঁধাকপির মৌসুম। বাজারে গেলেই দেখা যায় এই…