দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী নিপুনের ছবি ‘ধূসর কুয়াশা’র দ্বিতীয়বারও ছাড়পত্র মেলেনি। প্রথমবার আপত্তিকর দৃশ্য থাকায় ছবিটিকে ছাড়পত্র না দিলে কিছু দৃশ্য কর্তন করে ছবিটি পুনরায় সেন্সরে জমা দেওয়া হয়।
অভিনেত্রী নিপুন অভিনয় করেছেন ‘ধূসর কুয়াশা’ নামে একটি চলচ্চিত্রে। সেখানে বেশ কিছু আপত্তিকর দৃশ্য থাকার কারণে ছবিটিকে ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। পরে ছবিটির বেশ কিছু দৃশ্য কর্তন করে ছবিটি সেন্সরে দ্বিতীয়বার জমা দেয় পরিচালক। তাতেও কাজ হয়নি।
দ্বিতীয়বারেও ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের সদস্য মুন্সী জালালউদ্দিন বলেন, চলচ্চিত্রটির গল্প অবিন্যস্ত ও অসংলগ্ন। প্রথমবার দেখার পর কারেকশন দেওয়া হয় কিন্তু সেটি মানেননি নির্মাতা। প্রায় সব ত্রুটি রেখেই ফের জমা দেওয়া হয় এই ছবিটি। সে কারণে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটিকে বাতিল করেছেন।
ছবির নির্মাতার দাবি সেন্সর বোর্ডের দেওয়া কারেকশন সম্পন্ন করেই ছবিটি আবার জমা দেওয়া হয়। এছাড়া ছবির প্রযোজক এবং নায়ক মুন্না ছাড়পত্রের জন্য আপিল বোর্ডের দ্বারস্থ হতে পারেন বলে জানানো হয়েছে।
উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’ সিনেমাটিতে নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে দেখা যাবে নবাগত মুন্নাকে।