দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্থায়ীভাবে রাশিয়ান সেনা থাকবে সিরিয়ায়। একটি বিমান বন্দর ও একটি নৌবন্দরের নিরাপত্তার জন্য এই সৈন্য রাখা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীর পতনের পর রাশিয়ার বেশিরভাগ সৈন্য ফিরে গেলেও দেশটিতে স্থায়ীভাবে কিছু সৈন্য রাখা হচ্ছে। একটি বিমান বন্দর এবং একটি নৌবন্দরের নিরাপত্তার জন্য এই সৈন্য রাখা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে সম্প্রতি এই তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্জে সোইগু বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশনাও দিয়েছেন। সিরিয়া এবং রাশিয়ার মধ্যে সমঝোতার ভিত্তিতেই এই সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। তবে সিরিয়ার টর্টাস নৌবন্দর এবং কাইমিম বিমান বন্দরের নিরাপত্তার জন্য সেখানে রাশিয়ান সেনারা স্থায়ীভাবেই অবস্থান করবে।
তিনি আরও বলেছেন, গত সপ্তাহে সুপ্রিম কমান্ডার ইন চিফ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বিষয়টি চুড়ান্ত করেছেন। এজন্য আমরা ওই দুই স্থানে স্থায়ীভাবে সেনা সদস্যদের রাখার প্রক্রিয়াও আমরা শুরু করেছি।
উল্লেখ্য, ওই বিমানবন্দর এবং নৌবন্দর ছাড়া ৩টি সামরিক পুলিশ ব্যাটালিয়ানও পরিচালনা করবেন রাশিয়ান সেনারা।