দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী কনকচাঁপা শুধু গানের জগতেই নয়, লেখালেখিতেও পারদর্শী। ইতিমধ্যেই তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবার কনকচাঁপার নতুন বই ‘কাটা ঘুড়ি’। বইটি প্রকাশ হবে অমর একুশে বইমেলায়।
গানের পাশাপাশি লেখালেখির জগতেও বেশ পরিচয় রয়েছে কনকচাঁপার। তিনি ছবি আঁকেন, আবার লেখালেখিও করেন। বাজারে রয়েছে তাঁর বেশ কয়েকটি বই।
এবার কনকচাঁপা নিয়ে আসছেন স্মৃতিচারণমূলক গদ্যের নতুন একটি বই, যার শিরোনাম ‘কাটা ঘুড়ি’। এই বইটি প্রকাশ হবে আগামী ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায়।
তাঁর নতুন বই প্রসঙ্গে কনকচাঁপা বলেছেন, ‘প্রতিটি মানুষই একটি দর্শন নিয়ে তার জীবনকে এগিয়ে নিয়ে যান সামনের দিকে। আমার জীবনের দর্শন হলো আমার বাবা-মা। আমার জীবনের দর্শনের স্থপতিও তাঁরাই। তাঁদের সঙ্গে জীবনের নানান মুহূর্তের গল্পই উঠে আসবে এই নতুন বইটিতে।’
কনকচাঁপার চিত্রকর্ম ‘ই-আঁকিবুকি’
কনকচাঁপার প্রথম বইটি প্রকাশ পায় ২০১০ সালে, বইটির নাম ছিলো ‘স্থবির যাযাবর’। এরপর বাজরে আসে ‘মুখোমুখি যোদ্ধা’ এবং ‘মেঘের ডানায় চড়ে’ বই। এর ঠিক ৩ বছর পর আবার প্রকাশ হতে চলেছে ‘কাটা ঘুড়ি’। এটিও পাঠকপ্রিয়তা পাবে বলে মনে করছেন তিনি।